Thursday, January 15, 2026

কাউকে রেয়াত নয়: পানীয় জল পৌঁছাতে জেলাগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের মানুষকে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে কোথায় কী বাধা, নিজে পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুযায়ী সারা রাজ্যে জলের পাইপ লাইন সংক্রান্ত সমস্যায় প্রয়োজনে ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট (blacklist) করা থেকে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি। একেবারে জেলা ধরে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী দেখিয়ে দেন, কোথায় কী কারণে কত লক্ষ মানুষ জল পাচ্ছে না। বৈঠকে জনস্বাস্থ্য কারিগরি অধিদফতরের (Public Health Engineering) মন্ত্রী পুলক রায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া-সহ সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের আরও দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। যেসব সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে কাজের বরাত পেয়েছে, অথচ কাজ করেনি, তাদের পেনাল্টি করা-সহ ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় (Bidhansabha) তার ঘরেই জেলা শাসক-সহ সকলকে নিয়ে ভার্চুয়াল মিটিং করেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব ছাড়াও ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি বলেন, আগের মিটিংয়ের পর ৪৪৮টা অভিযোগ পেয়েছি। মনে রাখবেন জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। সমীক্ষা না করেই ঠিকাদাররা পাইপ বসাচ্ছে। আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। কতগুলো পাইপ রেস্টোরেশন করা হয়েছে, সেটা আপডেট করতে হবে।। ৩৮,০৭৯ জায়গায় পাইপের সমস্যা দক্ষিণ চব্বিশ পরগনাতে পেয়েছি। বারবার বলেছি কোনও পুলিশ বিডিও প্রশাসনের কেউ কম্প্রোমাইজ করবেন না। বিডিওরা ব্যবস্থা করে দিন, যাতে মানুষের কাছে খাবার জল পৌছাতে পারে। দক্ষিণ ২৪ পরগনা নিয়ে অনেকদিন থেকেই অভিযোগ কানে আসছিল। আগে জল পৌঁছাবে, তারপর সেখানে নতুন করে জমি দেব। কালিম্পং সব থেকে ভাল, এখানে অভিযোগ একদম শূন্য। পানীয় জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে। ১৮ হাজারের বেশি জায়গায় জল অপচয় হচ্ছে। আইন সবার জন্য সমান। আইনে কখনও বৈষম্য হয় না। সব জেলার সমীক্ষা দেখে রিপোর্ট নিয়ে বসতে হবে, সমস্ত কমপ্লেন জিরো করে দিতে হবে। সব থেকে বেশি জল অপচয় পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। ১ লক্ষ ৩৪ হাজার ৪৭ লক্ষ পরিবার ও রেলওয়ের প্রায় ৫০ লক্ষ মানুষ জল পাচ্ছে না। বিবিসির জন্য জল পাচ্ছে না সবথেকে বেশি মানুষ। ৩ লক্ষ ৯৪ হাজার ৯২১টি পরিবার প্রায় ২০ লক্ষ লোক ডিভিসির জন্য জল পাচ্ছে না। খালি বন্যার জন্য জল ছাড়ে, কিন্তু পানীয় জল দেয় না।

আইডব্লিউএআই প্রায় ১১ লক্ষ মানুষ এদের জন্য জল পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না বলে, প্রায় ৫০ লক্ষ মানুষ জল পাচ্ছে না, দাবি মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে সাধারণ মানুষকে বেনিয়ম বন্ধে কড়া বার্তা দেন তিনি। তিনি জানান, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে জল পৌঁছে দিতে। শুধু পাইপ ফেলে রাখলে হবে না। যেখানে জল পৌঁছেছে সেখানে কিছু মানুষ পাইপ কেটে নিজেদের স্বার্থসিদ্ধি করছে।। এটা ক্রিমিনাল অফেন্স। আইসি, এসপির নজরে রাখবেন। জমি কেনা থেকে পাইপ নিয়ে যাওয়া, বিদ্যুৎ দেওয়া, মেন্টেনেন্স করা ৯০ শতাংশ রাজ্যের টাকা খরচ হয়। ৫৫ হাজার কোটি টাকা রাজ্যের এই খাতে খরচা হয়েছে। রাজ্য সরকার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়, পাবলিকের জন্য খরচ করে। আমরা চাই সব মানুষ জল পাক। জীবন জীবিকা রক্ষা হোক।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...