Thursday, August 21, 2025

পর্যটনের সেরা ডেস্টিনেশন বাংলা, হোমস্টে মডেলে অর্থনৈতিক উন্নতির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বাংলা পর্যটনের সেরা ডেস্টিনেশন। সেই কারণেই আমাদের সরকার হোম ট্যুরিজমের জোর দিয়েছে। সোমবার বিধানসভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। সেই কারণে সব সময় পর্যটনে জোর দেওয়া হয়েছে। জোর দেয়া হয়েছে হোম ট্যুরিজম। বাংলার ট্যুরিজম শিল্প নতুন দিগন্ত খুলে দেবে।

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার ট্যুরিজম ( tourism) সেক্টরের প্রতি আকৃষ্ট করার জন্য হোম ট্যুরিজম (Home tourism) মডেলে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। এদিনের আলোচনায় এই মডেল নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তাঁর কথায়, বাংলার মানুষ ট্যুরিজমের উপর নির্ভরশীল হচ্ছেন। সেই কারণে আমাদের সরকার এই সেক্টরটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি গঙ্গাসাগর মেলার উদাহরণ তুলে ধরেন। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে। এছাড়া রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে উদ্যোগী হয়েছে বাংলার মা-মাটি-মানুষের সরকার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামাঞ্চলগুলোকে ট্যুরিজমের একটি নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই লক্ষ্যেই গুরুত্ব দেওয়া হয়েছে হোম ট্যুরিজম মডেলে। গ্রামের বাড়িগুলিতে তৈরি হচ্ছে হোম স্টে। এর ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। পর্যটন শিল্পের প্রসারও ঘটছে। ফলে ঐতিহ্য এবং সংস্কৃতির বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধিও ঘটবে। রাজ্যের আর্থিক স্বার্থ সুরক্ষিত হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানও উন্নত হবে।

আরও পড়ুন- বাঁকুড়ার শালতোড়ায় বিস্ফোরণ তদন্তে চার্জশিট জমা NIA-এর 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version