Thursday, August 28, 2025

ছয় বিধায়কের শপথ গ্রহণের পরই আজ সোমবার বিধানসভায় (assembly) মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়কদেরও প্রয়োজনীয় বার্তা দেবেন। সেই সঙ্গে এদিন বিধানসভায় ওয়াকফ (waqf) নিয়েও আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সব গ্রামে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলা শাসকদের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক করতে পারেন তিনি।

এদিন বিধানসভায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ছয় বিধায়কের শপথ গ্রহণে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে তাঁর। তারপরই মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে বিধায়ক ও জেলাশাসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ নিয়েও বিধানসভায় হবে দীর্ঘ আলোচনা।ওয়াকফ সংশোধনী বিলে ২৬ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও ১৪ নম্বর ধারায় সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই কারণেই সংশোধনী বিলটির কঠোর প্রতিবাদ করা হচ্ছে। এই বিল নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে বলে তাঁর অভিযোগ। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় বুলডোজার নীতি চলবে না। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধান সভা রুল ১৬৯-এর অধীনে স্পিকারের কাছে নোটিশ দিয়েছেন। নোটিশের তিনি জানিয়েছেন, বিলটি প্রত্যাহারের জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়ে রেজোলিউশনের উপর আলোচনা করা হোক। সেই মর্মেই এদিন আলোচনা হবে বিধানসভায়।

এছাড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একই সঙ্গে বিধায়কদের তিনি বার্তা দেবেন। ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদেরও উন্নয়নের দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী।


Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version