সরকারি হাসপাতালের (government medical colleges) নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতা বা স্থানীয় নেতাদের বাড়বাড়ন্ত নয়। হাসপাতালের রাশ থাকবে চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাতেই। রোগী কল্যাণ সমিতির (RKS) শীর্ষে থাকবেন মেডিকেল কলেজের সুপার বা অধ্যক্ষ (Principal)। এই নীতি অনুযায়ী সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি (RKS) নিজেই ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথা অনুযায়ী সেই রোগী কল্যাণ সমিতিতে থাকবেন একজন করে জনপ্রতিনিধি। স্বাস্থ্য দফতর (Department of Health and Family Welfare) সরকারি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিদের সেই তালিকা প্রকাশ করল।

সোমবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ২৪ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির (RKS) জনপ্রতিনিধির তালিকা প্রকাশ করা হল। তাতে বেশকিছু রদবদল করা হয়েছে।

সরকারি প্রতিনিধিদের তালিকা:
এসএসকেএম হাসপাতাল – মন্ত্রী অরূপ বিশ্বাস
এনআরএস হাসপাতাল – সুপ্তি পান্ডে
আর জি কর হাসপাতাল – অতীন ঘোষ
কলকাতা মেডিক্যাল কলেজ – শশী পাঁজা
ন্যাশনাল মেডিক্যাল কলেজ – জাভেদ খান
সাগর দত্ত মেডিক্যাল কলেজ – মদন মিত্র
মালদহ মেডিক্যাল কলেজ – কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী
বর্ধমান মেডিক্যাল কলেজ – খোকন দাস
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ – গৌতম দেব
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ – অরূপ চক্রবর্তী
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ – অপূর্ব সরকার
রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল – কৃষ্ণ কল্যাণীরা

মপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল – আশিস বন্দ্যোপাধ্যায়


কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল – অভিজিৎ দে ভৌমিক
আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজে ও হাসপাতাল – মিতালি বাগ
পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল – শান্তিরাম মাহাতো
তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ – সৌমেন মহাপাত্র
বারাসত সরকারি মেডিক্যাল কলেজ – কাকলি ঘোষ দস্তিদার
ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ – দুলাল মুর্মু
উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজ – পুলক রায়
জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ – মহুয়া গোপ
চিত্তরঞ্জন সেবাসদন – সুব্রত বক্সী
বি সি রায় মেমোরিয়াল হাসপাতাল – স্বপন সমাদ্দার

