Wednesday, December 17, 2025

মহা-মুখ্যমন্ত্রী জট: দুই পর্যবেক্ষণ নিয়োগ বিজেপির! ফের বৈঠক বাতিল শিণ্ডের

Date:

Share post:

মহাযুতী পরিবারে কোনও সমস্যা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) প্রকাশ্যে ঘোষণা করেছেন বিজেপির সব সিদ্ধান্তে তাঁর সমর্থন থাকছে। তারপরেও মহারাষ্ট্রের নির্বাচনে বিপুল জয় পাওয়া বিজেপি হঠাৎ মহারাষ্ট্রের (Maharashtra) জন্য নির্বাচনের পরে নিয়োগ করল দুই পর্যবেক্ষক (observer)। বিস্ময়ের এখানেই শেষ নয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে ডাকা দ্বিতীয় বৈঠক বাতিল হল শিণ্ডের জন্য। আর বৈঠক বাতিল হতেই দিল্লিতে উড়ে গেলেন অন্যতম জোট সদস্য এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)।

একই সঙ্গে নির্বাচন হওয়া ঝাড়খণ্ডে (Jharkhand) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট এখনও ঘোষণাই করতে পারলেন না কে হবেন মুখ্যমন্ত্রী। অথচ বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করে দিয়েছেন ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ (oath taking)। তারপরেও সোমবার জোটের বৈঠক ডাকা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠক বাতিল করলেন একনাথ শিণ্ডে। আগের বৈঠকও শিণ্ডে গ্রামের বাড়ি চলে যাওয়ার জন্য বাতিল হয়ে গিয়েছিল। যদিও এরমধ্যে ফের চাঞ্চল্য তৈরি হয় শিণ্ডের বক্তব্যে। স্থানীয় সূত্রে দাবি, তিনি আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন, চায় রাজ্য়ের মানুষ, দাবি করেছেন শিণ্ডে।

এই পরিস্থিতিতে সোমবারই মহারাষ্ট্রের জন্য পর্যবেক্ষক হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে (Vijay Rupani) নিয়োগ করে বিজেপি। এখানেই রাজনীতিকদের প্রশ্ন নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কেন পর্যবেক্ষক নিয়োগ। বিজেপি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদে কে, সেই জট কাটাতেই মধ্যস্থতায় এই পর্যবেক্ষক নিয়োগ। যদিও বিজেপির এই ঘোষণার পরেও বৈঠকে যোগ দেওয়ার পথে গেলেন না শিণ্ডে। অন্যদিকে বৈঠক বাতিল হতেই দিল্লি উড়ে গেলেন অজিত পাওয়ার। মাঝে মাত্র দুইদিনে জট খুলে মুখ্যমন্ত্রী স্থির করে শপথ গ্রহণ মহারাষ্ট্রে কতটা সম্ভব, এখন উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...