বাঁকুড়ার শালতোড়ায় বিস্ফোরণ তদন্তে চার্জশিট জমা NIA-এর 

বাঁকুড়া জেলার শালতোড়ায় (Saltora, Bankura) ভয়াবহ বিস্ফোরণের বাইক আরোহীর মৃত্যুর ঘটনার তদন্তে চার্জশিট জমা দিল NIA। গত ৩০ আগস্ট শুক্রবার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বাইক বিস্ফোরণে জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে সোমবার NIA বিশেষ আদালতে যে চার্জশিট জমা করেছে তাতে দুই অভিযুক্তের মধ্যে মৃতের নাম রয়েছে বলে জানা যাচ্ছে।

অগাস্টের শেষের এই বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে বাইকের মধ্যে বিস্ফোরক ছিল। ধনঞ্জয় গড়াই এবং করিমুল খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা। এরপর তদন্তভার যায় NIA-র হাতে। বিস্ফোরণের প্রায় তিন মাস পর চার্জশিট দিল কেন্দ্রীয় সংস্থা যেখানে মৃতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।