Tuesday, May 13, 2025

দেশের মধ্যে শুধু কলকাতায় হঠাৎ বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!

Date:

Share post:

কলকাতাবাসীর উপর বাড়তি বোঝা, সারা দেশের মধ্যে শুধুমাত্র মহানগরীতেই বাড়লো পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel price hike in Kolkata only)। ডিসেম্বরের পয়লা তারিখ থেকে দু’টি পরিবহণ জ্বালানির লিটারই ৬ পয়সা করে বেড়েছে। ফলে পেট্রোল হয়েছে ১০৫.০১ টাকা আর ডিজ়েল ৯১.৮২ টাকা। মূলত বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং গাড়ি ভাড়া সংক্রান্ত কিছু হিসেবের কারণেই দাম বৃদ্ধি বলে জানা যাচ্ছে। কিন্তু সারা দেশে কোথাও যখন পেট্রোপণ্যের দাম বাড়লো না সেখানে শুধু কলকাতায় কেন দাম বাড়লো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

খুচরো বাজারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির হার থেকে মুক্তি পেতে এবং খাদ্যপণ্যের অগ্নিমূল্যে নিয়ন্ত্রণ রাখার জন্য অবিলম্বে ডিজ়েলের দাম কমানোর দাবি জোরালো হচ্ছে। অথচ কলকাতায় আচমকা বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।এ নিয়ে তেল সংস্থার তরফে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, সূত্রের খবর স্থানীয় কারণে এই দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে বিশ্ববাজারে দরের কোনও সম্পর্ক নেই। রাজ্যের বিভিন্ন স্থানে পাম্পে বিক্রি হওয়া তেলের দামের ফারাক নিয়ে বহু দিন ধরেই প্রশ্ন উঠছে। তাই গত কয়েক মাস ধরে তেল মন্ত্রকের নির্দেশ মেনে বিক্রেতা সংস্থাগুলি দেশের বিভিন্ন শহরে বিচ্ছিন্ন ভাবে স্থানীয় স্তরে সেই ফারাক কমানোর চেষ্টা করছে। ফলে কিছু কিছু জায়গায় কয়েক পয়সা করে বাড়ছে দাম। খবর রবিবার থেকে মুম্বই এবং রাঁচিতেও দাম বেড়েছে। আবার চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০ পয়সা কমেছে। বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং গাড়ি ভাড়া সংক্রান্ত কারোরই কারণেই শহরে তিলো তোমায় বাড়লো পেট্রোল ডিজেলের দাম। বর্তমানে কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকার অধিকাংশ পাম্পেই পেট্রল ১০৫ টাকা ও ডিজ়েল ৯১.৮১ টাকার আশেপাশে রয়েছে। তাই এই খুচরো দাম বৃদ্ধি কোন বড় প্রভাব ফেলবে না বলেই মত অনেকের।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন রবিবার বলেন, “বিভিন্ন পাম্পের মধ্যে লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দামে একটা ৪-৬ পয়সার পার্থক্য থেকে যাচ্ছিল। সেটা হচ্ছিল মূলত ডিপো থেকে পাম্পে তেল পরিবহণের খরচের কারণে। আশা করছি, এই দাম বদলের ফলে কলকাতা ও শহরতলির পাম্পে দামের অসাম্য থাকবে না।বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম সস্তা হওয়ায় জ্বালানির দর যখন কমার কথা, তখন এই বৃদ্ধি নিঃসন্দেহে হতাশাজনক বলছে আমজনতা।


spot_img

Related articles

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের...