Sunday, August 24, 2025

সাতসকালে সক্রিয় ED, সল্টলেকের একাধিক আবাসনে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযান

Date:

মঙ্গলের সকালে শহরে ফের ED গোয়েন্দাদের অতি সক্রিয়তা। এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেকের একাধিক আবাসনে চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে অনেকেই জাল নথি ব্যবহার করেছেন এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে ইডি। সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি চলছে বলে খবর।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় (Electronics Complex Police Station) দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।এনআরআই (NRI) কোটা-র ক্ষেত্রে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিজেপি সরকারের এজেন্সি রাজনীতি চালু। সূত্রের খবর, অভিযোগের তালিকায় কলকাতার কলেজ ছাড়াও হলদিয়া, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের নাম রয়েছে। এই সবকটি জায়গাতেই ED অভিযান চলছে।

শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশে এই ধরনের ২৮টি বেসরকারি কলেজে অভিযান চালাচ্ছে ইডি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত মামলায় তদন্তে নেমেছে ইডি। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হচ্ছে অযোগ্যদের।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version