এনআরইজিএস নিয়ে কেন্দ্রের মিথ্যা! সংসদে সরব কল্যাণ

বাংলার সঙ্গে এনআরইজিএস (NREGS) প্রকল্পের টাকা বরাদ্দ করা নিয়ে কোনও আলোচনা করা হয়নি। শুধুমাত্র বাঙালিদের পছন্দ না করার জন্যই কী এই বঞ্চনা

ফাইল ছবি

বাংলাকে বঞ্চনার ইস্যুতে সংসদে সরব হওয়া শীতকালীন অধিবেশনে (winter session) তৃণমূলের অন্যতম পদক্ষেপ, আগেই ঘোষণা করা হয়েছিল দলীয়ভাবে। শুধুমাত্র রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বঞ্চনা নয়, তা নিয়ে মিথ্যাচার করতেও পিছপা হয়নি মোদি সরকার। সংসদে কেন্দ্রের সেই মিথ্যাচারের পর্দা আরও একবার ফাঁস করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তার সপক্ষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (ED) বক্তব্যও তুলে ধরেন তিনি।

একশো দিনের কাজের প্রকল্পে (NREGS) বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে গত দুই বছর ধরে তাতে সবথেকে সমস্যায় বাংলার সাধারণ মানুষ, যাঁরা এই কাজের ভরসায় থাকতেন সারা বছর। ২০২৩-২৪ অর্থবর্ষে যেখানে বাংলাকে এই প্রকল্পের অধীনে কোনও টাকাই বরাদ্দ করা হয়নি, সেখানে কেন্দ্র দাবি করেছে বাংলাকে তার প্রাপ্য দেওয়া হয়েছে। এই তথ্য তুলে ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) মঙ্গলবার সংসদে (Loksabha) কেন্দ্রের মিথ্যাচারের পর্দা সংসদে ফাঁস করেন। সেই সঙ্গে অন্যান্য সব রাজ্যের সঙ্গে বরাদ্দের পার্থক্য তুলে ধরে কেন বাংলাকেই বঞ্চনা, সেই প্রশ্ন তোলেন।

সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়ে লোকসভায় হট্টগোল তৈরির চেষ্টা করলে স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla) তাঁকে থামিয়ে দেন। যদিও এরপরে কল্যাণ দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী যুক্তি দিতে পারেন এই প্রকল্পে অভিযোগের তদন্ত চলছে। কিন্তু তদন্তে করে দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তার বদলে যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে তা সংবিধানের ১৪ নম্বর ধারাকে (Article 14) লঙ্ঘন করছে। সেই সঙ্গে ইডি-র বক্তব্য তুলে ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সেক্রেটারির সম্পাদনায় (chairmanship) বাজেট সংক্রান্ত পদক্ষেপের আগে আলোচনা করা হয় রাজ্যগুলির সঙ্গে। অথচ বাংলার সঙ্গে এনআরইজিএস (NREGS) প্রকল্পের টাকা বরাদ্দ করা নিয়ে কোনও আলোচনা করা হয়নি। শুধুমাত্র বাঙালিদের পছন্দ না করার জন্যই কী এই বঞ্চনা, প্রশ্ন তোলেন কল্যাণ।