তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) উপরে হামলা ও খুনের চেষ্টার অভিযোগে বিহারের বৈশালী থেকে গ্রেফতার স্কুটি চালক ছোটু ওরফে লক্ষণ শর্মা। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দারা লক্ষণকে গ্রেফতার করার পর তাঁকে স্থানীয় আদালতে পেশ করার পরে ট্রানজিট রিমান্ডে শহরে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

টাকার বিনিময়ে সুশান্ত ঘোষকে খুনের জন্য ভাড়াটে শ্যুটারদের কলকাতায় নিয়ে আসা হয়েছিল বলে, তদন্ত নেমে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের নাম উঠে এসেছে। এই স্কুটি চালক ছোটু কি পাপ্পুর দলের লোক? কতদিন আগে তিনি কলকাতা এসেছেন? কাদের কাদের তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে? এই সব প্রশ্নের উত্তর পেতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।
