অর্থ কমিশনের বৈঠকেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের বঞ্চনার প্রশ্নের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের বঞ্চনা ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ কমিশনের সভাপতি ডঃ অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল বিকেলে  নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেন। সেখানে কেন্দ্রের বঞ্চনার প্রশ্নের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দাওয়ার প্রসঙ্গ বলতে গিয়ে বার বার কেন্দ্রের বঞ্চনার বিষয়টিকে সামনে নিয়ে আসেন। দফতর ও প্রকল্প ধরে ধরে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কিভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। কেন্দ্রের সব নির্দেশ মানার পরেও শুধুমাত্র রাজনৈতিক কারণেই রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,  এক একটা প্রকল্পের কাজ দেখার জন্য একাধিকবার কেন্দ্রrয় দল রাজ্যে এসেছে, তারপরেও বরাদ্দ ছাড়া হয় নি। এমনকি গত কয়েক বছরে একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য ক্ষতিগ্রস্ত হলেও কেন্দ্রের সাহায্য মেলেনি বলেও জানান তিনি। একশো দিনের কাজ, আবাস যোজনা প্রভৃতি নিয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো টাকা দেওয়া হয় নি। উল্টে শুধুমাত্র নামকরণের অজুহাত দিয়ে টাকা আটকে রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এখনও পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হয়নি। এর মধ্যেই ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন রাজ্য ঘুরে দেখে সেখানকার আর্থিক দাবিদাওয়া সংক্রান্ত বিষয়গুলি বুঝে নিতে চাইছেন। সেই কারণেই বুধবার রাজ্য সফরে এসে কমিশনের সদস্যরা সরকারের সঙ্গে বৈঠক করেন। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৈঠকে ছিলেন।অর্থ কমিশন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের পরিমাণ, কর ও রাজস্বের সুষম বন্টন নিয়ে সুপারিশ করে। ফলে ষোড়শ অর্থ কমিশনের রাজ্য সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সে কথা মাথায় রেখেই একঝাঁক মন্ত্রী নিয়ে বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ছাড়াও বৈঠকে ছিলেন মুখ্যসচিব, অর্থ সচিব, মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক প্রধান উপদেষ্টা প্রমুখ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.