Sunday, May 4, 2025

দলীয় শৃঙ্খলা রক্ষায় তৃণমূল যে কড়া অবস্থান নিতে চলেছে তা জাতীয় কর্মসমিতির (national working committee) বৈঠকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সোমবারও বিধায়কদের সঙ্গে বৈঠকে দলীয় কথাবার্তা বাইরে যাতে প্রকাশ না হয়, তা নিয়ে নিজেই বিধায়কদের বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কোথায় কথা বলবেন বিধায়করা। তার সমাধানও হয়ে গেল মঙ্গলবারই। বিধায়কদের নিয়ে একটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ (whatsapp group) করে দেওয়া হল, যেখানে বক্তব্য বিষয়ে সীমাবদ্ধ থাকতে হবে তৃণমূল বিধায়কদের।

বিধানসভায় বিধায়কদের বৈঠকে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শৃঙ্খলা রক্ষা নিয়ে সতর্ক করে দেন বিধায়কদের। তার মধ্যে সতর্ক করা হয় অভিযোগ বা অন্যান্য বক্তব্য নিয়ে প্রকাশ্যে কথা বলার বিষয়েও। ইতিমধ্যেই দলের তরফে বিভিন্ন স্তরে বক্তব্য পেশ করার জন্য আলাদা আলাদা মুখপাত্র (spokes person) নিয়োগ করা হয়েছে। তার বাইরে কাউকেই প্রকাশ্যে বক্তব্য পেশ বিষয়ে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে কোনও রাজনৈতিক গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়েও সতর্ক করে দেন তিনি।

তবে বিধায়করা সমস্যা সংক্রান্ত কথা কোথায় বলবেন, তা নিয়েও সমাধান করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ (whatsapp group) তৈরি করে। দলনেত্রী নির্দেশ দেন, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। এই গ্রুপে সব কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বিধায়কদের কিছু বলার থাকলে ওই গ্রুপেই বলবেন। আমার কিছু বলার থাকলেও ওখানেই বলে দেব। সেই সঙ্গে তৃণমূল পরিষদীয় দল বিধায়কদের সম্পর্কে বক্তব্যও এই গ্রুপেই জানাবেন। সেই মতো মঙ্গলবারই তৈরি হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। অ্যাডমিন (admin) হলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। গ্রুপে রয়েছে ২২৫ জন বিধায়ক।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version