Monday, August 25, 2025

ফের ব্রাত্য বাংলা! কেন্দ্রের তুঘলকিতে এবার ভাষা-বঞ্চনা মেট্রোরেলের নির্বাচনে

Date:

বাংলায় (Bengal) ভোট (Election) , স্থান নেই বাংলা ভাষারই (Bengali Language)! বাংলায় মেট্রোরেলের নির্বাচনে (Metro Railway Election) ব্যালট পেপারে বাংলা ভাষাই ব্রাত্য। রেল তথা কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্ত ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। সরব হয়েছেন মেট্রোরেলের কর্মীরাই। প্রশ্ন তুলেছেন, কেন যে রাজ্যে নির্বাচন, সেই রাজ্যের প্রধান ভাষা স্থান পেল না ব্যালট পেপারে। বাংলায় ভোট, অথচ বাংলা ভাষার স্থান নেই! এই বিদ্বেষ কেন?

মেট্রোরেলের নির্বাচন চলছে দু’দিন ধরে। বুধবার শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবারও। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাম, কংগ্রেস, তৃণমূল এবং আরএসএস প্রভাবিত সংগঠন। প্রতিদ্বন্দ্বিতায় থাকা চার সংগঠনের নাম লেখা রয়েছে হিন্দি ও ইংরেজি ভাষায়। বাংলা ভাষার চিহ্নমাত্র নেই ব্যালট পেপারে। নির্বাচন অরাজনৈতিক হলেও, পিছনে রয়েছে, ডান, বাম, বিজেপি- সব পক্ষই। বামেদের প্রতীক এখানে গোলাপ ফুল। তৃণমূলের রেলইঞ্জিন, বই প্রতীকে লড়ছে কংগ্রেস। আর ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠনের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে ধানের শিষ। বুধবার সকাল থেকেই নির্বাচন ঘিরে সরগরম মেট্রোভবন। ব্যা লটে এই ভাষা-বঞ্চনা দেখে ক্ষোভ প্রকাশ করেছে সমস্ত দলের সংগঠনই। ২০১৩ সালের নির্বাচনে বাম প্রভাবিত মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়ন জয়ী হয়েছিল।

এবার মোট ৩৩২৭ জন ভোট দেবেন। দু’দিন চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। সংগঠনগুলির তরফে দাবি, নিয়ম অনুযায়ী তিন ভাষা রাখতে হবে ব্যা লটে। হিন্দি, ইংরেজি আর রাজ্যের প্রধান আঞ্চলিক ভাষা। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের বাংলা-বিদ্বেষ ফের একবার সামনে এসে পড়ল। ব্রাত্যা রইল বাংলা ভাষা।

আরও পড়ুন- প্রস্তুতি সম্পন্ন ধনধান্য প্রেক্ষাগৃহে, কিছুক্ষণেই উদ্বোধন ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবের


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version