অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকার নিষিদ্ধ চিনা রসুন উদ্ধার পুলিশের

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নিষিদ্ধ চিনা রসুন উদ্ধার করল পুলিশ। সাঁকরাইলের ধুলাগড় ট্রাক টার্মিন্যালের কাছে ওই গুদামের ম্যানেজার উপেন্দ্র যাদবকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার হাওড়া সিটি পুলিশের একটি দল ধূলাগড়ের ওই গুদামে হানা দেয়। সেখানে ১৮ কেজি করে ২৫৪ বস্তা চিনা রসুন মজুদ করা ছিল। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের খোলা বাজারে ওই রসুন বিক্রির উদ্দেশ্যে সেগুলি মজুত করা ছিল। হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। এই চক্রে কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- নয়া ভেন্যুতে নবরূপে KIFF-এর যাত্রা শুরু, উদ্বোধনেই মন জিতলেন মমতা