নয়া ভেন্যুতে নবরূপে KIFF-এর যাত্রা শুরু, উদ্বোধনেই মন জিতলেন মমতা

বাংলার জানলা দিয়ে বিশ্বের চলচ্চিত্রের ঝলক মিলেছিল আগেই, এবার সরাসরি সিনেমা দেখে নেওয়ার পালা শুরু। ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চ বদলেছে, কিন্তু কমেনি উন্মাদনা। বিকেল চারটে থেকে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা ছিল কিন্তু বেলা বারোটা সাড়ে বারোটার পর থেকেই উপচে পড়া ভিড় ধনধান্য অডিটোরিয়ামের সামনে রাস্তায়। আড়াইটের পর থেকে আসতে শুরু করেন সেলিব্রেটিরা। ঘড়ির কাঁটায় ঠিক যখন ৪টে তখন প্রেক্ষাগৃহে হাজির হলেন ‘বাংলার দিদি’ তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যখন মুখ্যমন্ত্রীর আগমনে চারপাশে বাড়তি সতর্কতা, নজরদারি, তখন প্রটোকলের বেষ্টনী টপকে অনায়াসে বাংলা থেকে শুরু করে বিদেশের সকল অতিথিদের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী। দর্শক আসনে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বললেন। যে কারণে পরবর্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Saurav Ganguly) মঞ্চে বলেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) তাঁর সব থেকে প্রিয় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা।

মুখ্যমন্ত্রীর কথায় সুরে রচিত গানে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। যেখানে একতার বার্তা সুরে ছন্দে ধ্বনিত হয়। বামপন্থী মনোভভাবাপন্ন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakroborty) থেকে শুরু করে বাম রাজনীতিতে বিশ্বাসী অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) উপস্থিতি এদিন বেশ নজর কেড়েছে। চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকের দিন সব্যসাচীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী রবীন্দ্রসদনে উপস্থিত হয়েছিলেন। এদিন সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে অম্বরিশ ভট্টাচার্যের মতো এমন কিছু বিশিষ্টদের দেখা গেল দেখা গেল যারা সরাসরি রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ নন। কিন্তু রাজনৈতিক মতানৈক্যকে দূরে সরিয়ে রেখে সিনেমার ক্যানভাসে সব রং একাকার হয়ে গেল, সাক্ষী থাকলো ৩০ -তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30 th Kolkata International Film Festival)। এই দিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি খোঁজ নিলেন কারোর কোন অসুবিধা হচ্ছে কিনা। যখন বরণ করে নেওয়ার পর্ব চলছে তখনও বারবার করে জানতে চাইলেন কেউ বাদ পড়েছেন কিনা। স্নেহসুলভ ভঙ্গিমায় নিজের উত্তরীয় পরিয়ে দিলেন সাংসদ অভিনেতা দেবকে (Dev)। পুষ্পস্তবক তুলে দিলেন যিশু সেনগুপ্তের (Jishu U Sengupta) হাতে।

আরও পড়ুন- সংখ্যালঘুদের প্রতি হিংসা ইসলামের ধর্ম নয়: ইউনুসকে বার্তা জামা মসজিদের ইমামের

অন্যান্য বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হলেও এবছর আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে কিফের (KIFF) সূচনায় আবেগে ভাসলেন প্রবীণ থেকে নবীন সব প্রজন্মের অভিনেতারাই। অনুষ্ঠানের মাঝামাঝির সময় উপস্থিত হন মুনমুন সেন (Moonmoon Sen)। তাঁকেও মঞ্চে ডেকে নেওয়ার কথা বলেন মমতা। রাজ্যসংগীত দিয়ে শুরু হয়ে জাতীয় সংগীতে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তির পরই তপন সিনহা পরিচালিত ‘গল্প হলেও সত্যি’র প্রদর্শন দর্শকদের নস্টালজিক করে তোলে। চলচ্চিত্র উৎসব চলবে আগামী à§§à§§ ডিসেম্বর পর্যন্ত।