Monday, August 25, 2025

স্বস্তি এসএসসি – পর্ষদের! এখনই প্রকাশ করতে হবে না ২২ লক্ষ ওএমআর, নির্দেশ আদালতের 

Date:

এসএসসি ও স্কুল সার্ভিস কমিশনের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত ২২ লাখ ওএমআর শিট প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। তবে আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্টে— সেই প্রশ্নে আইনি জটিলতা তৈরি হয়েছে।

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রথমে এই এক্তিয়ার সংক্রান্ত আইনি প্রশ্নের নিষ্পত্তি প্রয়োজন। সেই নির্দেশ না আসা পর্যন্ত আদালত অবমাননার মামলা শুনানি সম্ভব নয়। পরবর্তী শুনানি আগামী সোমবার।

স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হাইকোর্টের কিছু নির্দেশ সংশোধন করেছে এবং মামলাটি এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেক্ষেত্রে হাইকোর্টের এই মামলার শুনানির অধিকার আছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্ট যেসব নির্দেশ সংশোধন করেনি, সেই অংশে কমিশন ও রাজ্য সরকার আদৌ নির্দেশ মানছে কিনা, তা খতিয়ে দেখার এক্তিয়ার কলকাতা হাইকোর্টের রয়েছে। তিনি আরও জানান, আগামী সোমবার আদালতে তিনি প্রয়োজনীয় নথি পেশ করবেন।

উল্লেখ্য, ২৫,৭৫২ জনের চাকরি বাতিলের মামলায়, বঞ্চিত চাকরিপ্রার্থীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন। তাদের মূল দাবি ছিল, অযোগ্যদের বেতন ফেরত এবং সব ওএমআর সিট প্রকাশ করতে হবে।

আরও পড়ুন – জঙ্গি হামলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক! পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ, বাতিল হচ্ছে ভিসাও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version