Thursday, August 28, 2025

ধর্ম নিয়ে আলটপকা মন্তব্য নয়: মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

কাশ্মীরে জঙ্গি হানা ও মুর্শিদাবাদের পরিস্থিতির আবহে মন্ত্রীদের ধর্মীয় বিষয়ে নিয়ে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেন—ধর্ম সংক্রান্ত বিষয়ে মন্তব্য থেকে মন্ত্রীরা যেন বিরত থাকেন। আইন-শৃঙ্খলার স্বার্থেই এই সতর্কতা।

এদিন নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভাষা ব্যবহারে সাবধান হতে হবে। ধর্ম নিয়ে কোনও প্রকার প্রতিক্রিয়া বা মন্তব্য এড়ানো উচিত। এতে সমস্যা বাড়তে পারে।” সম্প্রতি সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এই আবহেই তৃণমূলের কিছু নেতা-মন্ত্রী নিজেদের মত করে বক্তব্য রাখছিলেন, যা আরও জটিলতা সৃষ্টি করে বলে অভিযোগ। সেই প্রবণতাকে লাগাম পরাতেই এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের ‘বাকসংযমের’ বার্তা দেন।

পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এরপর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, তিনি ঘটনার পর থেকেই কেন্দ্র ও দিল্লির (Delhi) রেসিডেন্ট কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নিহতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি কাশ্মীরে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছেন তিনি।

অন্যদিকে, দিঘায় অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলা জগন্নাথ মন্দিরের প্রসার নিয়ে দলীয় কর্মীদের তৃণমূল স্তর পর্যন্ত সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক মন্ত্রীকে নিজ নিজ এলাকায় এই বিষয়ে জোর প্রচার চালাতে বলা হয়েছে। ধর্ম নয়, শান্তিই হোক মুখ্য- এই প্রচার চালাতে বলেন মমতা।
আরও খবরচোর পালালে… রাজনাথের ‘দ্রুত পদক্ষেপে’! শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version