২০২৫ সালের শুরুতেই খুলতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আবার কলকাতা থেকে নদিয়া-মুর্শিদাবাদ-উত্তরবঙ্গ যেতে অনেকটা কম সময় লাগবে। ৪৩ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৯ কিমি রাস্তার ফোর লেনের কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী বছর থেকেই ফোর লেন ব্যবহার করা যাবে।

আগে যানজটের কারণে দীর্ঘ সময় লাগত নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ যেতে। এবার আর তা লাগবে না। একইসঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত উত্তরের জেলাগুলিতেও পৌঁছনো যাবে। বেলঘড়িয়া থেকে মুড়াগাছা, সোদপুর রাস্তা চার কিমি-র মধ্যে ২টি বাড়ির স্থানান্তরের আইনত সমস্যার জন্য কিছুটা কাজ আটকে ছিল। আগামী বছরের মে মাসে এই কাজ শেষ হবে।


৩০ কিমি মুড়াগাছা, সোদপুর থেকে কাঁপা মোড় পর্যন্ত ফোর লেনের কাজ শেষ। এই মাসেই আলোর কাজ শেষ হয়ে যাবে। কাঁপা মোড় থেকে জাগুলি রাস্তা ৯ কিমি। ৬ কিমি ওভারব্রিজের কাজ শেষ হবে ডিসেম্বরেই। বাকি ৩ কিমি রাস্তার কাজ শেষ।

আরও পড়ুন – চলচ্চিত্রে সময়ের স্মৃতি মনে করালেন গৌতম, পাবলোর কথায় আর্জেন্টিনা-ভারতের সিনে সাদৃশ্য

