Thursday, August 21, 2025

শিক্ষাব্যবস্থাকে ব্যয়বহুল করে বেসরকারিকরণের চেষ্টা চলছে! ব্রাত্যর নিশানায় ইউজিসি

Date:

উচ্চশিক্ষায় বড়সড় বদল করার কথা জানিয়েছে ইউজিসি। একইসঙ্গে দুটি বিষয়ে কোর্স করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর ফলে শিক্ষাব্যবস্থাকে ব্যয়বহুল করে বেসরকারিকরণের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী। কেন্দ্রের এই খামখেয়ালি পড়ার জন্য আদতেই শিক্ষাব্যবস্থার ক্ষতি হচ্ছে বলে মত শিক্ষাবিদদেরও।

বিজ্ঞপ্তি দিয়ে ইউজিসি জানিয়েছে, স্নাতক স্তরে বাংলা অনার্সের পাশাপাশি ইংরেজি নিয়েও অনার্স করতে পারবেন পড়ুয়ারা। একই ভাবে স্নাতকোত্তর স্তরেও ভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে টেকনিক্যাল কোর্সও করা যাবে। বছরে দু’বার, অর্থাৎ জুলাই অথবা অগস্ট এবং জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভর্তি নেওয়া হবে। পড়ুয়ারা চাইলে আবার মাঝপথ থেকে কোনও একটি কোর্স ছেড়েও দিতে পারবেন। বারবার এই নিয়মের জটিল বেড়াজালে আদতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে বলেই মনে করছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর হাত ধরে শিল্পে এসেছে দেশি-বিদেশি বিনিয়োগ! বেড়েছে কর্মসংস্থান, কমেছে বেকারত্ব

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ। বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোলনলচে বদল হবে, কিন্তু অর্থ আসবে কোথা থেকে? আসলে চুপিচুপি পেছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, যাতে সাধারণ বাড়ির ছেলে মেয়েদের সাধ্যের বাইরে চলে যায়। তাঁর কটাক্ষ, ওরা যত বেশি জানে, তত কম মানে। অধ্যাপক তথা শিক্ষাবিদ উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্র কাটাছেঁড়া করছে। এতে আদতে পড়ুয়াদের ভবিষ্যত দিশাহীন হয়ে পড়ছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version