Sunday, May 4, 2025

বিদ্রোহের গোড়াতেই একনাথ শিন্ডের শিবিরের বিধায়কদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শিবসেনা প্রধান এবং তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দল ভাঙলেও একনাথ কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? বিজেপি কি ছেড়ে দেবে? মুখ্যমন্ত্রী নন শিন্ডে ‘উপমুখ্যমন্ত্রী’ হচ্ছেন। উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের কটাক্ষ, শিণ্ডেকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে বিজেপি। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি।

রাউতের সাফ কথা, শিণ্ডের যুগ শেষ। আড়াই বছরই মেয়াদে প্রয়োজন ফুরিয়েছে। বিজেপি ওকে ছুড়ে ফেলে দেবে। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শিণ্ডে। এরই পাশাপাশি, আগামী দিনে বিজেপি শিণ্ডের দল ভাঙাতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন রাউত। তার দাবি, জোটসঙ্গীদের দুর্বলতার সুযোগ নেওয়া বিজেপির পুরনো অভ্যাস। আগামী দিনে শিণ্ডের দলও বিজেপি ভাঙাতে পারে।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দেবেন্দ্র ফড়ণবিশ নিশ্চিত করে দেন যে, এবার একনাথ শিণ্ডে উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু শিণ্ডে শিবির এখনও সেটা নিশ্চিত করেনি। শোনা যাচ্ছে, আদৌ উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেনি একনাথ শিণ্ডে।আসলে ফড়ণবিশের অনুরোধ প্রত্যাখ্যান করা তার পক্ষে কঠিন। এখনও কিছুটা দোটানায় রয়েছেন শিণ্ডে। যদিও দলের বিধায়করা তাকে বোঝাচ্ছেন যাতে শেষ পর্যন্ত তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version