Saturday, May 3, 2025

ইউরোপ-আমেরিকার সরাসরি উড়ান প্রস্তাব, বিধানসভা থেকে কেন্দ্রকে চাপ সবদলের

Date:

অবশেষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি আস্থা রাজ্যের বিরোধী দলনেতার। রাজ্যের মানুষের স্বার্থে কলকাতা বিমান বন্দর (Kolkata Airport) থেকে ইউরোপ-আমেরিকায় সরাসরি উড়ানোর প্রস্তাব বিধানসভায় রাখেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। অন্যান্য় সব প্রস্তাবে রাজ্যের বিরোধিতা করাই বিজেপি বিধায়কদের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার দেখা গেল তার ব্যতিক্রম। রাজ্যের তরফে প্রস্তাব কেন্দ্রকে পাঠানোর বিষয়ে এবার রাজ্যকে সমর্থনের পথে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, একসময় কলকাতা থেকে ইউরোপ (Europe) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সরাসরি বিমান যোগাযোগ ছিল। কিন্তু পরবর্তীকালে নানা কারণে ওইসব বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান চলাচল বন্ধ করে দেয়। শতবর্ষ প্রাচীন কলকাতা বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) থেকে এখন আর ওই সব দেশে আকাশ পথে সরাসরি পৌঁছানো যায় না। এর ফলে বাণিজ্যিকভাবে রাজ্যের যে ক্ষতির দিকগুলি সেগুলিও তুলে ধরেন তিনি। বিধানসভা জানান, বর্তমানে পর্যটন ও শিক্ষার কারণে বহু মানুষ ইউরোপ আমেরিকা থেকে বাংলায় আসছেন। সরাসরি উড়ান না থাকায় তাঁদের আগ্রহ কমছে। একাধিক সংস্থা কলকাতা থেকে উড়ান পরিষেবা গুটিয়ে নেওয়ায় এ রাজ্য থেকে পর্যটকদেরও বিদেশে যেতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। ভিন রাজ্য থেকে বিদেশে যাওয়ার টিকিটের খরচ এবং মালপত্রের পরিবহনের খরচ অনেক বেড়ে যাচ্ছে।

সেই সঙ্গে বাণিজ্যিক লোকসানের প্রসঙ্গও বিধানসভায় (West Bengal Assembly) তোলেন তিনি। তাঁর কথায় সরাসরি উড়ান যোগাযোগে পর্যটকদের যেমন সুবিধা হবে তেমনি ব্যবসা বাণিজ্য বাড়বে। এই দাবিতে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রের কাছে আবেদন জানান যাতে তাঁরা এমন ব্যবস্থা করেন যেন কলকাতা বিমান বন্দর থেকে বিমান চলাতে ওইসব সংস্থা আবার উৎসাহিত হয়। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রস্তাবকে সমর্থন করেছে বিরোধীরাও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন করে বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দল পাঠালে বিজেপি তাতে সামিল হতে প্রস্তুত।

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version