Thursday, November 13, 2025

কাটল জট, হাইব্রিড মডেল মেনেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র

Date:

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট। সূত্রের খবর, হাইব্রিড মডেল মেনে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি পাকিস্তান। অপরদিকে হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই খেলা হবে ।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানে গিয়ে যে ভারত খেলবে না , তা আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে হাইব্রিড মডেল মানতে নারাজ ছিল পিসিবি। পরে হাইব্রিড মডেল ,মানলেও, কিছু শর্ত দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম ছিল আইসিসির কোন টুর্নামেন্ট ভারতে এসে খেলবে না পাকিস্তান। এক্ষেত্রে তারাও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট খেলবে। যা মানতে রাজি হয়নি বিসিসিআই।

এই নিয়ে গতকাল ছিল একটি বৈঠক। কিন্তু সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, এরপরই বের হয় সমাধানসূত্র। তবে পিসিবি যে ২০৩১ সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেলে নিরপেক্ষ দেশে খেলা আয়োজনের সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল , সেটা ২০২৭ সাল পর্যন্ত মানা হয়েছে। এই নিয়ে আইসিসি-র কর্তা এক সংবাদ সংস্থাকে বলেছেন, “সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটাই সকলের জন্য ভাল হল। আইসিসি মনে করছে এতে সব পক্ষের দাবিই মানা হল।“

আরও পড়ুন- ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, পিছিয়ে গেল ফের বৈঠক


Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version