যতদিন বাঁচব কাজ করে যাব: দৃপ্ত বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনার উত্তরসূরি কে? জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। নির্বাচনে আইপ্যাকের (IPAC) মতো পরামর্শদাতা সংস্থার ভূমিকা কতখানি?

0
1

যতদিন বাঁচব, ততদিন কাজ করে যাব। আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, শুক্রবার, সন্ধে ৭টায় নিউজ-১৮ বাংলা চ্যানেলে এই সাক্ষাৎকার সম্প্রচার হচ্ছে। বৃহস্পতিবার হয়ে যাওয়া এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) প্রশ্ন করেন চ্যানেলের এডিটর ইন ইস্ট বিশ্ব মজুমদার। এ ছাড়াও মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন এবং সাধারণ দর্শক।

সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণের প্রসঙ্গে জবাব দেন। জানিয়েছেন, কীভাবে কেন্দ্রের বৈষম্যের মাঝেও মানুষের জন্য একের পর এক প্রকল্প বা স্কিম করে পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। প্রশ্ন করা হয় জাতীয় রাজনীতি, রাজ্য রাজ্যনীতি, সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি, সমাজ, সংগঠন-সহ নানা বিষয়ে। আর তার সোজা-সাপটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাততালি পড়েছে ঘনঘন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনার উত্তরসূরি কে? জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। নির্বাচনে আইপ্যাকের (IPAC) মতো পরামর্শদাতা সংস্থার ভূমিকা কতখানি? মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, হয়তো কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু জেতাতে পারে না। তাহলে প্রশান্ত কিশোর (Prashant Kishore) নিজেই ভোটে হারত না! মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আসল হল মানুষের আস্থা। মানুষ সঙ্গে থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না।

বিরোধী দলগুলি প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর জবাব, আমরাই প্রথম হব। ছাগলের তৃতীয় সন্তান কারা হবে, তার দায়িত্ব আমাদের নয়। মহারাষ্ট্রের (Maharashtra) নতুন সরকার প্রসঙ্গে বলেন, ওটা অস্থায়ী সরকার। টিকবে না।

সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর ফিটনেস-রহস্য, গান লেখা-গাওয়া, ছবি আঁকা, আবৃত্তির প্রসঙ্গ আসে। বাড়িতেও কাজের মাঝে কখন, কীভাবে টিভিতে চোখ রাখেন,কী দেখেন সে-কথাও বলেছেন।

সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, ২০২৬-এ আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেসই।