Sunday, August 24, 2025

মনু সাংভির রাজ্যসভার আসনে নোটের তাড়া! আসনের নিরাপত্তা দাবি সাংসদের

Date:

রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির (Abhishek Manu Sangvi) আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সংসদ চত্বরে। একদিকে কংগ্রেস সাংসদ ঘটনার তদন্ত দাবি করেছেন অন্যদিকে বিজেপি সাংসদদের পক্ষ থেকেও তদন্তের দাবি জানানো হয়েছে। চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার রাজ্যসভার (Rajyasabha) অধিবেশনের শুরুতে চেয়ারম্যান জগদীপ ধনকড় ঘোষণা করেন রাজ্যসভার ২২২ নম্বর চেয়ার থেকে উদ্ধার হয়েছে টাকা বান্ডিল। নিরাপত্তাকর্মীরা বৃহস্পতিবার অধিবেশন শেষে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করার সময় এই টাকা খুঁজে পান। বিষয়টি নিয়ে অভিযোগ জানান ধনকড়ের কাছে।ওই নির্দিষ্ট আসনটি কংগ্রেস সাংসদ (Congress MP) অভিষেক মনু সাংভির (Abhishek Manu Sangvi)। এরপরই বিষয়টিতে তদন্তের নির্দেশ দেন ধনকড়।

পাল্টা তদন্ত দাবি করেন কংগ্রেসের আইনজীবী সাংসদও। তাঁর দাবি বৃহস্পতিবার তিনি ১২টা ৫৭ মিনিটে রাজ্যসভায় (Rajyasabha) প্রবেশ করেন। বেলা ১টায় অধিবেশন মুলতুবি হয়ে যায়। অর্থাৎ তিনি মাত্র তিন মিনিট অধিবেশন কক্ষে ছিলেন। সেই সঙ্গে দাবি করেন তিনি রাজ্যসভায় আসার সময় খুব সামান্য অর্থ নিয়ে প্রবেশ করেন। সেক্ষেত্রে তিনি দাবি করেন সাংসদদের চেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার। তিনি প্রস্তাব করেন যেন কাঁচ ঘেরা চেয়ারের ব্যবস্থা করা হয় সাংসদদের জন্য, যেখানে তালা-চাবি দিয়ে রাখতে পারবেন তাঁরা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version