Sunday, May 4, 2025

বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু বাংলায় ট্যাবের (tab) টাকা তছরূপের যে তদন্ত রাজ্য পুলিশ করেছে তাতে পুলিশের প্রতি আস্থা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিউজ এইট্টিন বাংলার সাক্ষাৎকারে রাজ্য পুলিশের সক্রিয়তার প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে।

রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন। অথচ সেই স্বপ্নের টাকা কিছু অসাধু ব্যক্তির কারণে পড়ুয়াদের হাতে না পৌঁছে চলে গিয়েছে দুষ্কৃতী বা ভিন রাজ্যের অ্যাকাউন্টে (account)। তবে তা নিয়ে যে পদক্ষেপ রাজ্য পুলিশ নিয়েছে তার প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ট্যাবের (tab) ক্ষেত্রে প্রচুর টাকা দিয়েছি। প্রায় ৫২ লক্ষের বেশি ট্যাব দিয়েছি। তার মধ্যে ১৯০০ চুরির অভিযোগ এসেছে। এর মধ্যে ১৭০১ কেস খুঁজে বের করেছি।

এই ইস্যুতে ব্যাঙ্কের (bank) দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ব্যাঙ্কের মাধ্যমে টাকা যায়। ব্যাঙ্কেরও কি দায়িত্ব নয় এটা ট্র্যাক (track) করা। ব্যাঙ্কেরও দায়িত্ব বর্তায় টাকা সঠিকভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে যাচ্ছে কিনা সে বিষয়ে দেখা। তারা কেন তাদের কাজ সঠিকভাবে করছে না?

তবে রাজ্য পুলিশ যে একাই পারদর্শী তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই এই কাণ্ডে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা অনেক রাজ্যে হয়েছে, কেউ ধরতে পারেনি। আমাদের পুলিশ অনেক সক্রিয় বলে ধরতে পেরেছে। ঝাড়খন্ড, বিহারে একটা গ্যাং আছে যারা সব জায়গাতেই এটা করে বেড়ায়।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version