Wednesday, November 12, 2025

উপাচার্যে ‘আপত্তি’! বাংলাদেশে নোটের পরে, জাতীয় সঙ্গীতও বদলের পথে

Date:

ভারত বিরোধিতার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ (Bangladesh)। যে সোনার বাঙলা গান বাংলাদেশের পরিচিতি ছিল বিশ্বের দরবারে, এবার সেই জাতীয় সঙ্গীত (National Anthem) বদলের পথে অন্তর্বর্তী সরকার। এর আগেই দেশে নতুন যে বাংলাদেশি টাকা (currency) ছাপার নির্দেশ দেওয়া হয়েছে তাতে বাদ দেওয়ার হয়েছে বঙ্গবন্ধুর ছবি। তবে এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। বিচার ব্যবস্থাকে সকলের জন্য সমানভাবে প্রয়োগের বার্তা দেন তিনি।

ভারত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলার প্রতিবাদের পরে গোটা দেশে যেন আরও তীব্র রূপ নিয়েছে সংখ্যালঘু বিরোধী অভিযান। কোনও কারণ না দেখিয়েই চট্টগ্রামের (Chattagram) বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হল উপাচার্য (Vice-chancellor) অনুপম সেনকে। ২ ডিসেম্বর থেকে কোনও কারণ না দেখিয়ে তাঁর বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে যায় ছাত্ররা। অশান্তি এড়াতে শনিবার তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পাশাপাশি আওয়ামি লীগ বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী সব পদক্ষেপ নিতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার। ইতিমধ্যেই টাঁকশালে নতুন বাংলাদেশি নোট ছাপার যে বরাত গিয়েছে, তাতে বাদ পড়েছে মুজিবর রহমানের (Mujibur Rahman) ছবি। এবার ভারত-বিরোধিতায় জাতীয় সঙ্গীত বদলের প্রস্তুতি শুরু হয়ে গেল। শেখ হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকারের (interim government) দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য মহম্মদ ইউনুস (Mohammed Yunus) জাতীয় সঙ্গীত বদলের বার্তা দিয়েছিলেন। এবার সেই প্রক্রিয়া শুরু করে দিল অন্তর্বর্তী সরকার।

তবে অরাজকতার মধ্যে দেশে আইনের শাসন বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাঁর পর্যবেক্ষণ, কেউ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে হবে। অন্যদিকে যেভাবে একটি একটি করে মুজিবের স্মৃতি বাংলাদেশ (Bangladesh) থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরোধিতা করেন তিনি। রাজশাহি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন ১৯৭১-এর সংগ্রামের কারণেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মুক্তিযোদ্ধাদের কথা কোনওভাবেই ভুলে যাওয়া উচিত নয়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version