Tuesday, May 13, 2025

বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid) দিনকে শৌর্য দিবস হিসাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রদর্শনকে কটাক্ষ রাজ্য শাসক দলের। বাবরি মসজিদ ধ্বংসের মত ঘটনায় দেশে ধর্মীয় ঐক্য রক্ষার বদলে যারা শৌর্য প্রদর্শন করেন তারা আদতে বিভেদের বীজ পোঁতেন, কটাক্ষ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাবরি মসজিদ ধ্বংসের দিনকে শৌর্য দিবস হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। শ্যামবাজার থেকে সিঁথি পর্যন্ত ধর্মীয় পদযাত্রার আয়োজন করেন। এই ধরনের উদ্যোগে রাজ্যে ধর্মীয় বিভেদ তৈরি হতে পারে, আশঙ্কা শাসকদলের। তৃণমূলের পক্ষ থেকে বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে ধর্মীয় ঐক্য রক্ষার জন্য সংহতি দিবস পালন করা হয়। সংহতি দিবসে শুক্রবার বন্ধ রাখা হয় বিধানসভার (West Bengal assembly) অধিবেশনও।

তবে বিজেপির পদক্ষেপকে লজ্জার বিষয় বলে দাবি কুণালের। তিনি বলেন, এটা তো লজ্জার বিষয়। এটা তো সংহতি দিবস(Sanhati Divas)। কারণ বাবরি মসজিদটা খুব কুৎসিতভাবে বিজেপি এবং তার সহযোগীরা মিলে ভেঙে ফেলেছিল। একটা সভ্য দেশে একটা ইতিহাস, বা বিতর্কিত ইতিহাস, অতীতকে টেনে এনে একটা ভয়ংকর অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল গোটা পরিস্থিতিকে। সেই জন্য আমরা সবাই একসঙ্গে থাকার জন্য সংহতি দিবস পালন করি। যারা এই পৈচাশিক ঘটনা অতীতকে টেনে এনে বীরত্ব দেখাতে চায়, অতীতের মঞ্চকে ব্যবহার করে আজকে আবার কোনো একটা রক্তাক্ত পুনরাবৃত্তি বা বিভেদের রাজনীতিতে বীজ পুঁততে চায়। এটা তো আমরা চাইতে পারিনা। কিন্তু এটা বিজেপি চায়। কারণ ওদের কাছে রোটি কাপড়া অর মকানের রাজনীতি নেই। ওদের কাছে রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভেদাভেদের।

Related articles

রাজ্যের পরিবহণে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...
Exit mobile version