Thursday, August 21, 2025

বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid) দিনকে শৌর্য দিবস হিসাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রদর্শনকে কটাক্ষ রাজ্য শাসক দলের। বাবরি মসজিদ ধ্বংসের মত ঘটনায় দেশে ধর্মীয় ঐক্য রক্ষার বদলে যারা শৌর্য প্রদর্শন করেন তারা আদতে বিভেদের বীজ পোঁতেন, কটাক্ষ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাবরি মসজিদ ধ্বংসের দিনকে শৌর্য দিবস হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। শ্যামবাজার থেকে সিঁথি পর্যন্ত ধর্মীয় পদযাত্রার আয়োজন করেন। এই ধরনের উদ্যোগে রাজ্যে ধর্মীয় বিভেদ তৈরি হতে পারে, আশঙ্কা শাসকদলের। তৃণমূলের পক্ষ থেকে বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে ধর্মীয় ঐক্য রক্ষার জন্য সংহতি দিবস পালন করা হয়। সংহতি দিবসে শুক্রবার বন্ধ রাখা হয় বিধানসভার (West Bengal assembly) অধিবেশনও।

তবে বিজেপির পদক্ষেপকে লজ্জার বিষয় বলে দাবি কুণালের। তিনি বলেন, এটা তো লজ্জার বিষয়। এটা তো সংহতি দিবস(Sanhati Divas)। কারণ বাবরি মসজিদটা খুব কুৎসিতভাবে বিজেপি এবং তার সহযোগীরা মিলে ভেঙে ফেলেছিল। একটা সভ্য দেশে একটা ইতিহাস, বা বিতর্কিত ইতিহাস, অতীতকে টেনে এনে একটা ভয়ংকর অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল গোটা পরিস্থিতিকে। সেই জন্য আমরা সবাই একসঙ্গে থাকার জন্য সংহতি দিবস পালন করি। যারা এই পৈচাশিক ঘটনা অতীতকে টেনে এনে বীরত্ব দেখাতে চায়, অতীতের মঞ্চকে ব্যবহার করে আজকে আবার কোনো একটা রক্তাক্ত পুনরাবৃত্তি বা বিভেদের রাজনীতিতে বীজ পুঁততে চায়। এটা তো আমরা চাইতে পারিনা। কিন্তু এটা বিজেপি চায়। কারণ ওদের কাছে রোটি কাপড়া অর মকানের রাজনীতি নেই। ওদের কাছে রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভেদাভেদের।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version