জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) পাকিস্তানের প্রকাশ্য রাস্তায় ভাষণের ভিডিও সামনে আসতেই প্রতিবেশী রাষ্ট্রের দ্বিচারিতা নিয়ে সরব হলো ভারত (India)। নয়াদিল্লি (New Delhi) বারবারই অভিযোগ করেছে যে মাসুদ পাকিস্তানের লুকিয়ে রয়েছেন। রাষ্ট্রপুঞ্জ যাঁকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে, সেই আজহার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পাকভূমিতে রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই তথ্য যদি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে সে ক্ষেত্রে বিশ্বের কাছে ইসলামাবাদের দ্বিচারিতা ফাঁস করল ভারত, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্বের তাবড় তদন্তকারী সংস্থা মাসুদকে খুঁজছে। এর মাঝেই সম্প্রতি প্রকাশ্যে আসো একটা রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে প্রকাশ্যে ভাষণ দিয়েছেন জইশ প্রধান। শুক্রবার এ প্রসঙ্গে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যেখানে আন্তর্জাতিক অপরাধী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশাসনের মদত ছাড়া কী করে একজন সন্ত্রাসবাদি সন্ত্রাসবাদী এভাবে ঘুরে বেড়াতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনার দ্রুত বিচার চেয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, ‘‘আমরা ওঁর (মাসুদের) বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। মাসুদ যে পাকিস্তানে আছেন, তা বার বার অস্বীকার করেছে ইসলামাবাদ।অবিলম্বে ওঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।” রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ২০১৯ সালের মে মাসে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত এবং তালিকাভুক্ত করা হয়।মাসুদ ভারতের সীমান্তে একাধিক জঙ্গিহানা ঘটিয়েছে। ২০০১ সালের সংসদ হানা, ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গিহানা, ২০১৬ সালের পাঠানকোট হামলা, ২০০১ সালে জম্মু ও কাশ্মীরের বিধানসভা চত্বরে জঙ্গি হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই মাসুদের বিরুদ্ধে।
