Sunday, November 2, 2025

মমতা ইন্ডিয়া জোটের প্রধান দূত হন: নেত্রীর বার্তার পরেই প্রতিক্রিয়া শিবসেনার

Date:

Share post:

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance) নিজেই তৈরি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু দিল্লির প্রতি অনাশক্ত মমতা কখনই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে এগিয়ে যাননি। তবে সম্প্রতি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পরই একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে তিনি এই জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত। বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ইচ্ছাপ্রকাশের পরই তাঁকে সমর্থন জানিয়েছে শিবসেনা (Shivsena)। প্রয়োজনে কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার কথাও জানান শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)।

একের পর এক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে লড়াই করে পরাজয়ের মুখে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance)। যে সব রাজ্যে বিধানসভায় জয় এসেছে সেখানে মূল ভূমিকা নিয়েছে আঞ্চলিক দলগুলি। ফলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভের সুরে জানান, তাঁকে এই জোটে অনেকেই পছন্দ করেন না। তবে দায়িত্ব পেলে তিনি বাংলায় বসেই ইন্ডিয়া জোট পরিচালনা করতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তাঁকে ইন্ডিয়ার নেত্রীর হিসাবে সমর্থনের পথে শিবসেনা (Shivsena)। উদ্ধব গোষ্ঠীর মুখপাত্র (spokes person) জানান, আমরা সবাই চাই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রধান দূত থাকুন। আমাদের সঙ্গে থাকুন। মমতা, কেজরিওয়াল ও শিবসেনা একসঙ্গেই রয়েছি। যদি সামান্য কোনও মত পার্থক্যও থাকে তার জন্য আমরা নিজেরাই ওনার সঙ্গে তা নিয়ে কলকাতা গিয়ে কথা বলব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর ইন্ডিয়া জোটের অনেক সদস্যই জোটে কংগ্রেসের নেতৃত্বের উপর প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরো বাড়লে তাঁরা খুশি হবেন বলেই জানিয়েছেন। সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীর সিং জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকম ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে তাঁর জন্য ১০০ শতাংশ সমর্থন রয়েছে। বাংলায় বিজেপিকে প্রতিহত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকা মনে করেই ইন্ডিয়া জোটের অন্যান্য দলেরও তাঁকে সমর্থন জানানো উচিত। বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। অন্যদিকে এনসিপির সংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ভারতের রাজনীতিতে বড় ভূমিকা পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ইন্ডিয়া জোটে তিনি আরো বড় দায়িত্ব পালন করতে চান তবে তাঁর প্রতি সমর্থন রয়েছে।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...