আবাসের টাকা দিতে রাজ্য সরকার ব্যবহার করছে সাইবার সুরক্ষা বলয়

এলাকায় ক্যাম্প খুলে আরও একবার এ বিষয়ে নিশ্চিত হবে স্থানীয় প্রশাসন

এবার সতর্কতার সঙ্গে আবাসের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার ব্যবহার করছে সাইবার সুরক্ষা বলয়। পঞ্চায়েত দফতরের নিজস্ব ওয়েবসাইট থেকে এসএমএস যাবে। যারা যোগ্য উপভোক্তা তারা ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পাবেন। তথ্য মেলার পর যোগাযোগ করতে পারবেন। আর প্রশাসন ভেরিফিকেশন করবে উপভোক্তাদের অ্যাকাউন্ট। চলতি মাসেই আবাসের টাকা পৌঁছে যাবে।ডিসেম্বরেই ১২লক্ষের ওপর বাড়ি তৈরির টাকা পৌঁছে যাবে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে। আর এই টাকা প্রদানে নেওয়া হচ্ছে নানা সতর্কতা।তৈরি করা হচ্ছে সাইবার সুরক্ষা বলয়।রীতিমতো উপভোক্তাদের বহুস্তরীয় তথ্যযচাইয়ের ব্যবস্থা নিশ্চিত করছে প্রশাসন।প্রথমে যাচাই করা হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্ট। সবশেষে এলাকায় ক্যাম্প খুলে আরও একবার এ বিষয়ে নিশ্চিত হবে স্থানীয় প্রশাসন। তারপরেই  বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা।

আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আরেক দফা  খতিয়ে দেখা হবে। এজন্য রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। এজন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়,কী কী নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, এবার সেই তালিকা হাতে-কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলির আগে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে।

ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা  নিজের নাম, ব্যাঙ্কের সমস্ত তথ্য যাচাই করার পরেই পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করা হবে। উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এ ছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও পরিচয় যাচাই করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পরেই  আবাসের চূড়ান্ত নামের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে । এরপর সরাসরি পোর্টাল থেকেই এসএমএস করে উপভোক্তাদের  নির্বাচিত হওয়ার কথা জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত ১৫ ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা দেওয়া হবে বলে  মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.