Monday, November 3, 2025

সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আদিবাসী যুবতীর দেহ!

Date:

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্দেশখালীর (Sandeshkhali) নিখোঁজ আদিবাসী যুবতীর সন্ধান মিলল। বাড়ি থেকে একটু দূরেই এক পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেভাবে ওই যুবতীর কোমরের সঙ্গে ইট বেঁধে দেওয়া হয়েছিল, তাতে প্রাথমিক অনুমান খুন করা হয়েছে। যদিও ধর্ষণ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলায় মগ্ন বিজেপি। পুলিশ ঘটনার দ্রুত তদন্ত শুরু করা সত্ত্বেও বিজেপি নেতাদের প্ররোচনায় জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করে পরিবার, দাবি তৃণমূলের।

বসিরহাটের (Basirhat) ন্যাজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার ঘোষপুরের বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। বুধবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন, তারপর থেকেই নিখোঁজ।শনিবার সকালে ঘটিহারা এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায়। ন্যাজাট থানা থেকে পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। পরিবারের লোকেরাই যুবতীকে শনাক্ত করেছেন। কী কারণে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে দেখা গিয়েছে, যে পুকুরে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই এক বিজেপি নেতার বাড়ি। এই ঘটনায় ওই বিজেপি নেতা কোনোভাবে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে লোকসভা নির্বাচনের পরে ছয় কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হয়ে এই মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক রঙ দিতে চাইছে স্থানীয় বিজেপি, দাবি শাসকদলের। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো জানান, ঘটনায় বিজেপির কোন প্ররোচনা রয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে শাসক দল।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version