১) অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। দিন-রাতের এই টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে ব্যাকফুটে ভারত। আর এরই মধ্যে দেখা যায় বল করার সময় চোট পান যশপ্রীত বুমরাহ। কতটা গুরুতর বুমরাহ-এর চোট ? খেলতে পারবেন দ্বিতীয় টেস্টের বাকি ম্যাচ? এল বড় আপডেট।

২) বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা ভারতের। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, রোহিত শর্মারা। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান ভারতের। অস্ট্রেলিয়ার থেকে ২৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অজিরা। প্রথম ইনিংসে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

৩) আইএসএল-এ দ্বিতীয় জয় ঘরে তুলল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ান এফসিকে ২-০ গোলে হারাল অস্কার ব্রুজোর দল। এদিন হেক্টর ইয়ুস্তেকে ছাড়াই মাঠে নেমেছিল লাল-হলুদ । আর মাঠে নেমেই দাপট দেখায় অস্কারের দল। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন পিভি বিষ্ণু , এবং জিকসন সিং। দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।

৪) শাস্তির খাঁড়া ঝুলছে ভারতীয় বোলার মহম্মদ সিরাজের ওপর। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি শাস্তি দিতে পারেন সিরাজকে। জানা যাচ্ছে, প্রথম দিনের খেলায় অজি ব্যাটার লাবুশানেকে লক্ষ্য করে বিপজ্জনকভাবে বল ছোঁড়ায় শাস্তি পেতে পারেন সিরাজ।

৫) চোট সারিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। ইতিমধ্যে রঞ্জিট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন শামি। এবার প্রশ্ন উঠছে কবে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে তাঁকে। কী সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নির্বাচকেরা? আর এই নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, শামির অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে যোগ দেওয়া নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
