Saturday, November 8, 2025

আজ ‘দিল্লি চলো’ অভিযান, কৃষক কর্মসূচি আটকাতে শম্ভু সীমানায় আঁটোসাঁটো নিরাপত্তা!

Date:

Share post:

কৃষক আন্দোলনে (Farmers Protest) ভয় পাচ্ছে কেন্দ্র সরকার (Government of India)। প্রতিবাদ রুখতে শম্ভু সীমানায় আঁটোসাঁটো নিরাপত্তা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের (Farmers’ March to Delhi resumed) ডাক দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। শুক্রবার হরিয়ানার শম্ভু সীমানায় আটকে দেওয়া হয় কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান। শুধু তাই নয় অত্যন্ত নির্মমভাবে কাঁদানে গ্যাস স্প্রে করা হয়েছিল নিরীহ প্রতিবাদীদের উপর। বেশ কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এরপরই কৃষক নেতা সরওয়ান সিং পান্ধে আজ রবিবার ফের দিল্লি অভিযানের ডাক দিয়েছেন। অন্যদিকে অশান্তির আশঙ্কায় হরিয়ানার আম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে খবর মিলেছে।

দিনের পর দিন ন্যায্য অধিকার এবং প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। লোকসভা নির্বাচনের (Loksabha election) আগেও পাঞ্জাব-হরিয়ানার কৃষকদের বিক্ষোভ কেন্দ্র সরকারের ভিত নড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাই নেমে এসেছিল অকথ্য অত্যাচার। এবারেও কার্যত একই ছবি। গত শুক্রবার কৃষকদের কর্মসূচি আটকে দিতে সর্বাত্মক বল প্রয়োগ করে পুলিশ প্রশাসন। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এলাকা। খবরের সম্প্রচার আটকাতে আম্বালায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এরপর দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা। তাঁদের আন্দোলনের নেতা সরওয়ান জানিয়েছেন এখনও পর্যন্ত নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের তরফে তাঁদের কাছে আলোচনার কোনও প্রস্তাব দেওয়া হয়নি। পাশাপাশি তিনি জানান, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা বেড়েছে তাতে কৃষকরা এই মুহূর্তে কোনও আলোচনাতে বসতেও আর রাজি নন। রবিবার (৮ ডিসেম্বর) সংযুক্ত কিষান মোর্চা এবং কিষান মজদুর মোর্চা ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণ ভাবে দিল্লির উদ্দেশে পদযাত্রা করতে চলেছে।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...