নামাজ পড়তে গিয়ে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য! উত্তেজনা এলাকায়

রবিবার রাতে নামাজ পড়তে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। তাঁকে এলোপাথাড়িভাবে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার জেরে উত্তপ্ত চুনফুলি মোড় এলাকা। মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা-আটটা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন। সেই সময় দুষ্কৃতকারীরা তার উপর চড়াও হয়ে হারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। পরে এলাকায় বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভে সংখ্যালঘু সেলের সভাপতি ও তার অনুগামীরা।

আরও পড়ুন- তমলুক এ আর ডি বি ব্যাঙ্কের সমবায়ে বিপুল জয় তৃণমূলের