আরজি কর তদন্তে সিবিআইয়ের নজরে ৯০০ ঘণ্টার ফুটেজ!

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital) ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mondal)চার দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই (CBI)। অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আপাতত ১৩ ডিসেম্বর পর্যন্ত হেফাজতেই কাটাতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির নজরে হাসপাতালের ৯০০ ঘণ্টার ফুটেজ। সূত্রের খবর ৮ দিনের আট ক‍্যামেরার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে তদন্তকারীরা।

সোমবার এই মামলার শুনানিতে বলা হয় অভিজিৎ ও সন্দীপের গ্রেফতারির পর প্রায় ৮৬ দিন কেটে গেছে। আদালতে সিবিআইকে এখনও তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ তা প্রমাণ করতে পারছে না। এই দাবিতে জামিনের আবেদন করেছেন অভিজিৎ ও সন্দীপের আইনজীবীরা। কিন্তু তদন্তকারী গোয়েন্দারা জানিয়েছেন যে ঘটনার দিনের সেমিনার রুম থেকে শুরু করে হাসপাতালের ওই ওয়ার্ড-সহ মূল প্রবেশদ্বার এমনকি এমারজেন্সি এলাকার ফুটেজও তাঁরা খতিয়ে দেখতে চান। কারণ তথ‍্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ এনেছে সিবিআই তারই সন্ধানে ডিজিটাল এভিডেন্স হিসেবে এই ফুটেজকে হাতিয়ার করার চিন্তা ভাবনা চলছে কেন্দ্রীয় এজেন্সির। সিবিআইয়ের দাবি, এই ফুটেজ খতিয়ে দেখার কাজ সময়সাপেক্ষ। সেই কারণে আরও ৪ দিন সময় চেয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রায় আড়াইমাসের বেশি সময় পরেও যেভাবে কেন্দ্রীয় এজেন্সি নাকানি চোবানি খাচ্ছে তাতে ফের প্রশ্নের মুখে CBI-এর দক্ষতা।