Saturday, August 23, 2025

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারাল অস্ট্রেলিয়া, চাপ বাড়ল ভারতের

Date:

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াই। গতকালই অ্যাডিলেডে বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এদিন ফের বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এর তালিকা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই শীর্ষচ্যুত হল প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে নেমে এল তারা। তৃতীয় স্থানে থাকল টিম ইন্ডিয়া।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ জিততেই শীর্ষে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ১০টি টেস্ট খেলে তাদের জয় ছ’টি ম্যাচে। একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৭৬। শতাংশের হিসাবে ৬৩.৩৩। এই হিসাবের নিরিখে সেরা দুই দল ফাইনাল খেলার সুযোগ পায়। এদিকে দ্বিতীয় স্থানে নেমে যেতে হল অস্ট্রেলিয়াকে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ১৪টি টেস্ট খেলে ন’টিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১০২। শতাংশের হিসাবে ৬০.৭১। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৬টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৫৭.২৯।

টানা দু’টি টেস্ট হারলেও পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা ১১টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫। তারপর পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন- গম্ভীরকে নিয়ে সমালোচনা উঠতেই মুখ খুললেন আফ্রিদি, পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার কোচের


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version