Thursday, December 18, 2025

উপাচার্য নিয়োগ: পুরো তালিকা তৈরিতে আরও তিন সপ্তাহ সময় চাইলেন রাজ্যপালে আইনজীবী

Date:

Share post:

রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose), সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Sangvi)৷ সুপ্রিম কোর্টের নির্দেশে দু সপ্তাহের মধ্যে আচার্যর ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা ছিল৷ কিন্তু তিনি মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (vice-chancellor) নিয়োগ করেছেন৷ শীর্ষ আদালতের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি (high level committee) সব দিক খতিয়ে দেখে সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে উপাচার্যদের নাম বাছাই করে পাঠিয়েছেন রাজ্যপাল তথা আচার্যর কাছে৷ তারপরেও কেন এই ভাবে সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য, প্রশ্ন তোলেন রাজ্য সরকারের হয়ে সওয়াল করা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, উপাচার্য নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক আচার্যকে৷ তাঁর সওয়াল শুনে স্মিত হেসে বিচারপতি সূর্যকান্তর কটাক্ষ- কারও কারও কাজ করার ধরণ এমন হয়ে থাকে৷ সোমবারের সুপ্রিম কোর্টের এই শুনানির পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) দাবি করেন রাজ্যপাল অহেতুক উপাচার্য নিয়োগে দেরি করছেন।

সুপ্রিম শুনানিতে রাজ্যপাল (Governor) তথা আচার্যর আইনজীবী অ্যাটর্নি জেনারেল (AG) আর বেঙ্কটরামানি জানান, ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে৷ দু এক দিনের মধ্যে আরও ৫টি বিশ্ববিদ্যালয়ের আচার্যর নাম চূড়ান্ত করে জানানো হবে রাজ্য সরকারকে৷ এই প্রসঙ্গেই শীর্ষ আদালতের থেকে তিন সপ্তাহ অতিরিক্ত সময় প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল (AG)৷ তাঁর অনুরোধ, এই সময় পেলে বাকি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য নিয়োগের কাজ সম্পন্ন করে ফেলবেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ শীর্ষ আদালত এই আর্জিতে সম্মতি প্রদান করেছে৷ বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে আগামী ৮ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি৷

এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্তর এজলাসে সওয়াল করতে গিয়ে জনৈক আইনজীবী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন৷ তাঁর সওয়ালকে খারিজ করে বিচারপতি সূর্যকান্ত কটাক্ষ করে বলেন, কোনও ব্যক্তির পরিবর্তে ভগবানকেও যদি দায়িত্ব দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তাহলেও আপনারা আপত্তি জানাবেন৷ এদিন ফের উপাচার্য নিয়োগ তিন সপ্তাহ পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়ে অহেতুক বিলম্ব করছেন রাজ্যপাল। যা একেবারেই অর্থহীন। এরফলে শিক্ষাব্যবস্থায় ক্ষতি হচ্ছে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...