Sunday, November 9, 2025

তদন্তে ব্যর্থ কেন্দ্রীয় এজেন্সি, নিখোঁজদের সন্ধান পেতে সিবিআইয়ের ভরসা ‘জনগণ’!

Date:

Share post:

নোবেল চুরি হোক বা শিক্ষা মামলা, কয়লা পাচার হোক আর চিকিৎসক খুনের তদন্ত – বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা। এবার ৪ নিখোঁজের সন্ধান পেতেও ডাহা ফেল করে গেল CBI!দক্ষিণ ২৪ পরগনার নিখোঁজ এক যুবক, এক গৃহবধূ ও দুই নাবালিকাকে খুঁজে পেতে এবার জনগণের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা। জেলার বিভিন্ন স্টেশন আর বাজারে রীতিমতো পোস্টার সাঁটল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Central Bureau Of Investigation)।

জানা গেছে তিনটি আলাদা আলাদা ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন থানা এলাকার ৪ বাসিন্দা নিখোঁজ হয়ে যান। প্রাথমিক ভাবে অপহরণের তত্ত্ব উঠে এলেও পরে হাইকোর্টের নির্দেশে সিআইডি-এর হাত থেকে তদন্তভার যায় CBI-এর কাছে। মে মাস থেকে তিনটি আলাদা মামলাও শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের জিজ্ঞাসাবাদেও কোনও সদর্থক দিক উঠে না আসায় এবার সাধারণ মানুষের উপর ভরসা করতে হচ্ছে দেশের অন্যতম বড় গোয়েন্দা সংস্থাকে। ২০১৮ সালের নভেম্বর মাসে গোসাবা থানায় শ‌্যামল নস্কর নামে এক ব‌্যক্তি অভিযোগ করেন যে তাঁর স্ত্রী জ্যোৎস্না নস্কর সাড়ে চার বছরের মেয়েকে নিয়ে আত্মীয়র বাড়ি যাবেন বলে বের হন। কিন্তু ক‌্যানিংয়ের আমতলায় আত্মীয়র বাড়ি তিনি যাননি। এর পর থেকেই ওই ব‌্যক্তির স্ত্রী ও মেয়ে নিখোঁজ। এর পাশাপাশি সন্ধ‌্যা সাহা নামে এক মহিলা জীবনতলা থানায় অভিযোগ জানিয়ে বলেছিলেন যে, তাঁর সাত বছরের ভাইঝি ২০১৪ সালের ২ আগস্ট থেকে নিখোঁজ। সিবিআইয়ের দাবি, তদন্তের অঙ্গ হিসাবেই এলাকার বাসিন্দাদের কাছ থেকে ওই শিশু বা যুবক, মহিলা কোথায় রয়েছেন, সেই তথ‌্য জানার প্রয়োজন। সেই কারণেই বাজার ও থানা চত্বরে পোস্টার দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তদন্তে ডাহা ফেল করে শেষমেশ জনগণের সাহায্য নিতে হচ্ছে CBI-কে।


spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...