Sunday, November 9, 2025

অ্যাডিলেডে সিরাজ-হেডের বিবাদ, শাস্তি পেলেন দুই ক্রিকেটার

Date:

শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। এই দুই ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট চলাকালীন মাঠে বিবাদে জড়ান সিরাজ এবং হেড। জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। সেই কারণে শাস্তি পেয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন । অজি ক্রিকেটার ট্রাভিস হেডকে আউট করেন সিরাজ। তারপর হেডকে উত্তেজিত অঙ্গভঙ্গি করেন সিরাজ। সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের। তিনি সাজঘরে ফেরার সময় পাল্টা জবাব দেন সিরাজকে। সেই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে জমা দেন আম্পায়ারেরা। তা যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে। আর সেই কারণেই ম্যাচ ফি ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। এছাড়াও সিরাজকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। হেডের জরিমানা না হলেও ডিমেরিট পয়েন্ট এড়াতে পারেননি তিনি। হেডকেও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকে।

 

জানা যাচ্ছে, সিরাজের বিরুদ্ধে আইসিসির আদর্শ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য দিকে, হেডের ২.১৩ ধারা লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন। গত ২৪ মাসে দু’জনের বিরুদ্ধেই এমন কোনও অভিযোগ না থাকায় কাউকে সাসপেন্ড করা হয়নি।

আরও পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারাল অস্ট্রেলিয়া, চাপ বাড়ল ভারতের


 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version