জোটের নেতৃত্বে মমতা: সমর্থন জানালো ওয়াইএসআর কংগ্রেসও

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ বিজয় সাই রেড্ডি (Vijaysai Reddy) সোশ্যাল মিডিয়ায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার নেতৃত্বে দেখতে চান বলে লিখেছেন। মাত্র কিছু সময়ের মধ্যেই তা ট্রেন্ডিং (trending) হয়ে গিয়েছে

বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব কোন পথে দেওয়া সম্ভব সেই পথ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, লোকসভা নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলা থেকেই I.N.D.I.A. জোট পরিচালনার বার্তা দেওয়ার পরে একে একে জোট সদস্যরা তাঁকে সমর্থন জানানোর বার্তা দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল দক্ষিণের ওয়াই এস আর কংগ্রেস (YSR Congress)।

ইন্ডিয়া জোট (I.N.D.I.A. alliance) তৈরিতে আঞ্চলিক দলগুলিকে সংঘবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তৈরির পর কংগ্রেস স্বতঃপ্রণোদিতভাবে জোটের নেতৃত্বের পদ নিয়ে নেয়। যার ফল লোকসভা ভোট বা বিধানসভা ভোটগুলিতে আঞ্চলিক দলগুলিকে তেমন সুফল দিতে পারেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার বার্তা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।

সোমবার রাজ্যসভার (Rajyasabha) সাংসদ বিজয় সাই রেড্ডি (Vijaysai Reddy) সোশ্যাল মিডিয়ায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার নেতৃত্বে দেখতে চান বলে লিখেছেন। মাত্র কিছু সময়ের মধ্যেই তা ট্রেন্ডিং (trending) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই প্রায় আট হাজারের ওপর ভিউ (view) হয়েছে। স্পষ্টই বোঝা যাচ্ছে, এক্ষেত্রে ভোটাভুটি হলে এগিয়ে থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ট্রেন্ড সেদিকেই ইঙ্গিত করছে। এছাড়া অসংখ্য কমেন্টে দেখা যাচ্ছে একের পর এক জাতীয় স্তরের উচ্চতর নেতৃত্ব চাইছেন ইন্ডিয়ার নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নেত্রী নিজে এ-বিষয়ে কোনও মন্তব্য কোথাও করেননি। স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল শিবির।