বিশ্ববাংলা স্টেডিয়াম: অশোক দিন্ডার ৫০ কোটির দাবির প্রমাণ চাইলেন স্পিকার

কেন্দ্র ৫০ কোটি টাকা দিয়েছে। এই স্টেডিয়াম নিয়ে কেন্দ্রীয় সরকার (central government) গালভরা কথা বলেছিলেন। কিন্তু আদতে কিছুই হয়নি

কেন্দ্রের ভাঁওতাবাজি নিয়ে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে (Ashoke Dinda) একহাত নিলেন বিধানসভার বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সাফ জানিয়ে দিলেন, আগামীকাল মঙ্গলবারের মধ্যেই অশোক দিন্দাকে কেন্দ্রের দেওয়া ৫০ কোটি টাকার বিষয়ে প্রমাণ দিতে হবে। আর প্রমাণ যদি তিনি না করতে পারেন তবে বিধানসভা (West Bnegal Assembly) রুল অনুযায়ী ব্যবস্থা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

আগের অধিবেশনে বিধানসভায় অশোক জানিয়েছিলেন, জলপাইগুড়িতে বিশ্ববাংলা স্টেডিয়াম (Biswa Bangla Stadium) গড়তে কেন্দ্র ৫০ কোটি টাকা দিয়েছে। এই স্টেডিয়াম নিয়ে কেন্দ্রীয় সরকার (central government) গালভরা কথা বলেছিলেন। কিন্তু আদতে কিছুই হয়নি। বিধানসভায় বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এই প্রসঙ্গেই আজ বিধানসভায় এমনটাই জানিয়েছেন স্পিকার।

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন অশোক আজকেও মিসগাইড করছেন। ওনাকে ৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র তা প্রমাণ করতে হবে।