Wednesday, August 27, 2025

নর্থইস্টকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে কী বললেন বাগান কোচ মোলিনা ?

Date:

গতকাল অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএল-এর লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে মোহনবাগান। নর্থইস্টের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল দুটি করেন মনবীর সিং এবং লিস্টন কোলাসো। আর দলের এই জয়ে খুশি মোহনবাগান কোচ জোসে মোলিনা। তবে এখনও অনেক পথ বাকি বলে জানান বাগান কোচ।

ম্যাচ শেষে মোলিনা বলেন, “ প্রতি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে ঘরের মাঠে হোক বা অ্যাওয়ে । লিগ জিততে হলে আমাদের সব ম্যাচেই জেতার চেষ্টা করতে হবে।“ এরপরই বাগান কোচ আরও বলেন, “ আমাদের সব বিভাগেই আরও উন্নতি করতে হবে। আক্রমণ, রক্ষণ, সেটপিস সব কিছুতেই দলকে আরও উন্নত করে তুলতে চাই আমি। কখনওই আমরা পারফেক্ট হয়ে উঠতে পারব না। প্রতিদিনই উন্নতি করার চেষ্টা করতে হবে। তবে যেটুকু উন্নতি হয়েছে, সে জন্য আমি খুশি।“

গতকাল ম্যাচে দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বসু কার্ড সমস্যার জন্য খেলতে পারেনি। তাঁদের জায়গায় খেলেছেন দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ান। দলকে ভরসা দেন তাঁরা। আর তাদের এই পারফরম্যান্সে খুশি মোলিনা । তিনি বলেন, “ কলকাতার এসে প্রথম সাংবাদিক সন্মেলনে যে কথা বলেছিলাম, দলের ছেলেদেরও সেই কথাই বলি। আমি দলে এগারোজন খেলোয়াড় চাই না। ২৬ জন খেলোয়াড় চাই। যেই মাঠে নামুক, তাকে লড়াই করতে হবে, খেলতে হবে। সেই জায়গাতেই ক্রমশ পৌঁছচ্ছি আমরা। আজ আলবার্তো, শুভাশিস খেলতে পারেনি। ওদের পরিবর্তে জাদের নামিয়েছি, তারা প্রমাণ করে দিয়েছে, ওরা কত ভাল খেলোয়াড়। আমি তো ওদের রোজই দেখি, জানি ওরা কেমন। এবার প্রথম দলে জায়গা ধরে রাখার জন্য আলবার্তো, শুভাশিসদের আরও পরিশ্রম করতে হবে।”

আরও পড়ুন- অ্যাডিলেডে ম্যাচ হারতেই রোহিতদের কটাক্ষ গাভাস্করের


Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version