অ্যাডিলেডে ম্যাচ হারতেই রোহিতদের কটাক্ষ গাভাস্করের

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের পর গাভাস্কর বলেন, “এবার ভুলে যেতে হবে এটা পাঁচ ম্যাচের সিরিজ।

গতকাল অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে ভারতীয় দল। লজ্জা হার হারে রোহিত শর্মার দল। আর এর পরই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। কটাক্ষ করে বললেন, অস্ট্রেলিয়ায় এসে হোটেলে বসে থাকলে হবে না।

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের পর গাভাস্কর বলেন, “এবার ভুলে যেতে হবে এটা পাঁচ ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজ ভেবে জেতার চেষ্টা করতে হবে। অ্যাডিলেড টেস্টের যে দুটো দিন বাকি রয়ে গেল, সেই দুটো দিন অনুশীলনের জন্য ব্যবহার করুক ভার‍ত।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ এখানে ক্রিকেট খেলতে এসেছ। তাই হোটেলে বসে থাকা চলবে না। বলছি না যে সারাদিন প্র্যাকটিস করতে হবে। সকাল বা দুপুরে একটা সেশনে অনুশীলন করাই যায়। কিন্তু এই দুটো দিন কোনওভাবেই নষ্ট করা যাবে না।“

গতকাল অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনকভাবে হারে টিম ইন্ডিয়া। অজিদের সামনে ব্যাটিং থেকে বোলিং কোন কিছুতেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। পারথ টেস্টে দাপট দেখালেও, অ্যাডিলেডে ঢাহা ফেল রোহিত শর্মারা। আর এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যঙ্কিং-এ পিছিয়ে পড়ে ভারতীয় দল। আর এরপরই রোহিতদের ওপর ক্ষোভ উগরে দেন গাভাস্কর।

আরও পড়ুন- নর্থইস্টকে হারিয়ে ISL-এর লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান