Sunday, August 24, 2025

১) মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি হলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। আজ ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবে বৈঠক। সোমবার জরুরিভিত্তিক কার্যকরী কমিটির বৈঠক ডেকেছিল মহামেডান। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের রাহুল টোডিকে ক্লাবের সহ-সভাপতি করার। একই সঙ্গে কার্যকরী কমিটিতে আনা হয়েছে প্রাক্তন ফুটবল তারকা সাবির আলি এবং শ্রাচী গ্রুপের তমাল ঘোষালকে। কার্যকরী কমিটি থেকে বাদ পড়েছেন রহিম নবি ও শেখ আজিম।

২) শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। এই দুই ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট চলাকালীন মাঠে বিবাদে জড়ান সিরাজ এবং হেড। জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। সেই কারণে শাস্তি পেয়েছেন তাঁরা।

৩) জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াই। গতকালই অ্যাডিলেডে বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এদিন ফের বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এর তালিকা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই শীর্ষচ্যুত হল প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে নেমে এল তারা। তৃতীয় স্থানে থাকল টিম ইন্ডিয়া।

৪) সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে চন্ডীগড়কে হারাল ৩ রানে। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট মহম্মদ শামি এবং করণ লালের। ৩৩ রান করেন করণ। ৩২ রানে অপরাজিত শামি। বাংলার হয়ে ৪ উইকেট সায়ন ঘোষের।

৫) অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএল-এর লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে মোহনবাগান। নর্থইস্টের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল দুটি করেন মনবীর সিং এবং লিস্টন কোলাসো। আর দলের এই জয়ে খুশি মোহনবাগান কোচ জোসে মোলিনা। তবে এখনও অনেক পথ বাকি বলে জানান বাগান কোচ।

আরও পড়ুন – মহামেডানে বৈঠক, সহ-সভাপতি হলেন রাহুল টোডি

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version