Sunday, August 24, 2025

উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পদক্ষেপ সংসদের! প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার

Date:

গতবছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE) শুরুর আগেই ছড়িয়ে পড়ত প্রশ্নপত্র। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখা যেত। এবার সেসব অপ্রীতিকর ঘটনা রুখতেই কড়া পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এবার সরাসরি পরীক্ষার হলেই প্রশ্নপত্র খোলার ব্যবস্থা করা হচ্ছে।

আগেই বিভিন্ন জেলার জয়েন্ট কনভেনরদের বদল করেছিল সংসদ। এ বছরই প্রথম সমস্ত পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। এতদিন প্রশ্নপত্র দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ ছিল সর্টিং বা বাছাই। প্রয়োজন অনুযায়ী সেটা কাস্টডিয়ানের (থানা) কাছ থেকে পৌঁছত পরীক্ষাকেন্দ্রে সেন্টার ইনচার্জের ঘরে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা হলে পৌঁছে দেওয়া হতো। এই সময়ের মধ্যেও ঘটতে পারত অনেক ঘটনা। তাই চলতি বছর আর থাকছে না বাছাই প্রক্রিয়া। প্রশ্নপত্র এমনভাবে প্যাকেট হচ্ছে যাতে, পরীক্ষার হলে পড়ুয়াদের সামনে তা খোলা যায়।

আরও পড়ুন- মঙ্গলেই মমতার নির্দেশেই নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল

এ বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্যাকেট খোলার পরে ২০ এবং ১০টি করে প্রশ্নপত্রের একেকটি প্যাকেট থাকবে। হলের পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সেই প্যাকেটগুলি ঘরে নিয়ে গিয়ে খুলবেন পরীক্ষা (WBCHSE) পরিদর্শক। কোনওভাবেই খোলা প্রশ্নপত্র এক ঘর থেকে অন্য ঘরে যাবে না।

এদিকে, মাধ্যমিকের টেস্ট শেষ হওয়ার ৮ দিন পরেই সোমবার প্রকাশিত হল টেস্ট পেপার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টেস্ট না-হলে তো আর টেস্ট পেপার তৈরি করা যায় না। মনে করা হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর থেকেই টেস্ট পেপার হাতে পাবে ছাত্রছাত্রীরা। তবে পর্ষদ সরকারিভাবে এমন কোনও বিবৃতি দেয়নি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version