Saturday, August 23, 2025

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন শুধু খেলেন আইপিএল-এ। তবুও এতটুকু জনপ্রিয়তায় ভাঁটা পরেনি ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বরং ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই জনপ্রীয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে। শুধু তাই নয়, মাহি গড়েছেন নজির। এবার বিজ্ঞাপন দুনিয়ায় নজির গড়েন ক্যাপ্টেন কুল। পিছনে ফেলে দেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে।

সম্প্রতি বিজ্ঞাপন সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে TAM মিডিয়া রিসার্চ। মার্কিন সংস্থা নিয়েলসন এবং ব্রিটিশ সংস্থা কান্টার যৌথভাবে এই রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বিজ্ঞাপনী মুখ হিসাবে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বলিউডের দুই সুপারস্টারের থেকেও বেশি বিজ্ঞাপন করেন সিএসকের থালা। সমীক্ষায় দেখা যাচ্ছে, সবমিলিয়ে বর্তমানে ৪২টি বিজ্ঞাপনের সঙ্গে চুক্তি রয়েছে মাহির সঙ্গে। সম্প্রতি ইউরোগ্রিপ টায়ারের সঙ্গেও বিজ্ঞাপন চুক্তি সেরেছেন তিনি। তাছাড়াও গালফ অয়েল, ক্লিয়ারট্রিপ, মাস্টার কার্ডের মতো একাধিক বিখ্যাত বিজ্ঞাপনে রয়েছে ধোনির উজ্জ্বল উপস্থিতি। সেখানে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে দেখা যায় ৪১টি বিজ্ঞাপনে। আর বলিউড বাদশাহ শাহরুখের হাতে রয়েছে ৩৪টি বিজ্ঞাপন।

বছর চারেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। খেলেন শুধু আইপিএলে। বাকি সময়টা কাটিয়ে দেন লোকচক্ষুর আড়ালেই। তা সত্ত্বেও যে তাঁকে নিয়ে আমজনতার উন্মাদনা এতটুকুও কমেনি তা ফের প্রমাণিত।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে কে করবেন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন ? অনুশীলনে মিলল উত্তর


Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version