Tuesday, November 4, 2025

মন্দারমণির হোটেল-লজ ভাঙা নিয়ে জেলাশাসকের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

Date:

মন্দারমণির ‘বেআইনি’ হোটেল-লজ ভাঙার বিষয়ে জেলাশাসকের নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি কলকাতা হাই কোর্টের। মঙ্গলবার হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চ জানায়, ২৪ জানুয়ারি পর্যন্ত এই কোনও পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১১ নভেম্বর মন্দারমণির ‘বেআইনি’ ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট ও হোম স্টে ভাঙার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। নোটিশে (Notice) মাথায় আকাশ ভেঙে পড়ে মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের। কোনও বুলডোজার চলবে না। মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ওই নির্দেশের বিরুদ্ধে মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন হাই কোর্টের দ্বারস্থ হয়। ২২ নভেম্বর সেই নির্দেশই দেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Singha)। হোটেল-লজগুলি ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করেন তিনি। ফলে মন্দারমণির হোটেল বা লজ আপাতত ভাঙা যাবে না। ১৩ ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার ওই মামলায় শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা না থাকায় শুনানি পিছিয়ে যায়। আদালত সূত্রে খবর, বিচারপতি সিনহা পোর্টব্লেয়ার বেঞ্চে রয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিতে ২৪ জানুয়ারি পর্যন্ত হোটেল ভাঙার বিষয়ে কোনও পদক্ষেপ না-করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version