Monday, August 25, 2025

এগারো দিনের হামলায় ক্ষমতা দখল। এরপরই নতুন অধ্যায়ের পথে সিরিয়া (Syria)। রাষ্ট্রপতি বাসারের দেশ ছাড়ার খবর চাউর হওয়ার আগে বিশ্বের নিউক্লিয়ার শক্তিধর দেশগুলি আশঙ্কা করেছিল আত্মরক্ষার শেষ অস্ত্র হিসাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগের মতো পথে যেতে পারেন বাসার আল-আসাদ (Bashar al-Assad)। তার মধ্যে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। বাসার সাম্রাজ্যের পতনের পরই সক্রিয় ইজরায়েল। মুহুর্মুহু মিসাইলে সোমবারের পরে মঙ্গলবারও কেঁপে উঠল রাজধানী দামাস্কাস (Damascus)। ইজরায়েলি (Israel) হামলায় ধ্বংস সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের (Defense Ministry) গবেষণাগার।

হায়াত তাহরির আল-সাম (HTS) গোষ্ঠী দামাস্কাসের দখল নেওয়ার পরই রাসায়নিক অস্ত্র (chemical weapons) ভাণ্ডারের জন্য আশঙ্কা প্রকাশ করেছিল রাষ্ট্রসঙ্ঘ (United Nations)। ঘরোয়া লড়াইতে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ১০৬ বার রাসায়নিক অস্ত্র প্রয়োগের ইতিহাস রয়েছে সিরিয়ার। তবে সব ক্ষেত্রেই অভিযোগের তিরে বাসার গোষ্ঠী। তবে দখলদারদের হাতে যদি সেই রাসায়নিক অস্ত্রভাণ্ডার পড়ে তবে তা বিশ্বের পক্ষে খারাপ খবর বয়ে আনতে পারে। ইতিমধ্যেই এইচটিএসের (HTS) পিছনে যে আল কায়দার মদত রয়েছে তা স্পষ্ট। সেক্ষেত্রে তাদের হাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রভাণ্ডার পড়লে তা যথেষ্ট চিন্তার কারণ হবে রাষ্ট্রসঙ্ঘের কাছে।

রাষ্ট্রপতি বাসার দেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়া (Syria) রওনা দেয় ইজরায়েলের যুদ্ধজাহাজ। সোমবার রাত থেকেই রাজধানী দামাস্কাস (Damascus) সংলগ্ন এলাকায় মিসাইল নিক্ষেপ করতে থাকে ইজরায়েলি সেনা। কার্যত দামাস্কাসের দখল যে ইজরায়েল নিয়ে ফেলেছে তা স্পষ্ট করতে চায় তারা। মূলত সিরিয়ার রাসায়নিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। ইজরায়েলের দাবি, অস্ত্রভাণ্ডার যাতে বিদ্রোহীদের হাতে না পড়ে যায় তার জন্যই এই হামলা।

ইতিমধ্যেই সিরিয়া জুড়ে আধিপত্য কায়েম করতে শুরু করে দিয়েছে। সায়দনায়া জেলে হানা দিয়ে সব বন্দিদের মুক্ত করা হয়েছে। সমস্ত গোপণ কুঠুরি খুলে ভয়ঙ্কর সাজাপ্রাপ্ত অপরাধীদের (prisoners) মুক্ত করা হয়। অন্যদিকে দেশের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানায় বিদ্রোহীরা। মহম্মদ আল-জালালিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেও তাকে হত্যার পথে যায়নি এইচটিএস। ইতিমধ্যেই বাসারপন্থী ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যার ভিডিও ভাইরাল (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হয়েছে। আল-জালালির সঙ্গে আলোচনা সাপেক্ষেই মহম্মদ আল-বসিরকে (Mohammed Al-Basir) প্রধানমন্ত্রীর পদে বসাতে চলেছে বিক্ষুব্ধ গোষ্ঠী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version