Saturday, December 20, 2025

হাই কোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্কের নম্বর হল দ্বিগুণ!

Date:

Share post:

আদালতের দ্বারস্থ হয়ে অঙ্কের নম্বর হল দ্বিগুণ। অভিযোগ, ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্ক পরীক্ষার উত্তরপত্রের একাংশ হারিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লিখিত পরীক্ষায় বর্ষণ চক্রবর্তী নামে ওই ছাত্র পেয়েছিলেন ৩৫ নম্বর। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তা বেড়ে হল ৭০। প্রজেক্টে (Project) পেয়েছিলেন ২০। ফলে উচ্চ মাধ্যমিক দেওয়ার ২ বছর পরে তাঁর নম্বর (Number) হল ৯০। অঙ্কে লেটার পেলেন তিনি।

বর্ষণ চক্রবর্তীর বাড়ি কৃষ্ণনগরে। ২০১৬ থেকে ক্যানসারে আক্রান্ত তিনি। ২০২২-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন বর্ষণ। লিখিত পরীক্ষায় ৮০ নম্বরে ৩৫ পান তিনি। কিন্তু সেই নম্বর দেখে খটকা লাগে তাঁর। অঙ্কের খাতা রিভিউ করতে দেন। তাঁকে উত্তরপত্রের ফোটোকপি দেখায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সে সময় দেখা যায়, পরীক্ষার সময়ে যে অতিরিক্ত পাতা নিয়েছিলেন বর্ষণ, সেটা নেই। সংসদের কাছে অতিরিক্ত পাতায় করা অঙ্কগুলি নম্বর দেওয়ার দাবি জানান তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজি না হওয়ায় হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই পরীক্ষার্থী। অঙ্কের লিখিত পরীক্ষায় আগে যা পেয়েছিলেন, সেই নম্বর দ্বিগুণ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে অঙ্কে বর্ষণ আগে লিখিত পরীক্ষায় ৩৫ ও প্রজেক্টে ২০ নম্বর পান। এখন সেই নম্বর বেড়ে হয়েছে ৯০। উচ্চ মাধ্যমিকে মোট ৩৯৭ পেয়েছিলেন বর্ষণ। এবার তাঁর মোট প্রাপ্ত নম্বর হল ৪৩২। সঙ্গে অঙ্কে লেটার মার্কস।

spot_img

Related articles

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...