Sunday, November 9, 2025

বাংলার বাড়ির পেতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আবেদন, ঘর পাচ্ছেন ১০ হাজার গৃহহীন

Date:

সকলের মাথায় ছাদ, দেশের মানুষের জন্য নেওয়া এই উদ্যোগ থেকে বঞ্চিত শুধুমাত্র বাংলা। বিজেপি বিরোধিতার মাশুল হিসাবে রাজ্যকে যোজনার টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র বেনিয়মের অভিযোগ তুলে। কিন্তু বাংলার মানুষকে কোনওভাবে পরিষেবা থেকে বঞ্চিত হতে দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হাত ধরে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে ১৫ ডিসেম্বর থেকে ঘর তৈরির টাকা পাবেন বাংলার মানুষ। আর তার জন্য যোগ্য প্রাপকদের খুঁজে পেতে সব রকম পথ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পথেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে (Sorasori Mukhyomantri) আবেদন করে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগণা জেলাতেই ঘর পেতে চলেছেন প্রায় ১০ হাজার প্রাপক।

সংসদে (Parliament) যতবারই তৃণমূল সাংসদরা বাংলার মানুষের ঘরের টাকা দাবি করেছেন ততবার বিজেপির মন্ত্রীরা পুরোনো বেনিয়মের কথা তুলেছেন। অথচ দু বছর ধরে তদন্ত, শাস্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনও সমাধানের পথে যাননি তাঁরা। বঞ্চিত করে রেখেছেন বাংলার মানুষকে। তাই বাংলার মানুষের পাশে দাঁড়াতে নিজেই রাজ্যের তহবিল থেকে বাড়ি তৈরির টাকা দিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রমাণ করে দিয়েছেন সদিচ্ছা থাকলে মানুষের জন্য কাজ করা আটকে থাকে না। সেই উদ্দেশ্যে যোগ্য প্রাপকদের খোঁজে সব রকম প্রচেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। খুলে দেওয়া হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে আবেদনের পথও।

উত্তর চব্বিশ পরগণা জেলা থেকেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে বাংলার বাড়ি-র জন্য আবেদন করেন ১৮ হাজার মানুষ। সেই আবেদন পরীক্ষা করে দেখতে গিয়েই ৪ হাজার আবেদনকারীর কোনও তথ্য পাওয়া যায়নি। বাকি ১৪ হাজার আবেদনকারীর যোগ্যতা পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত ৯ হাজার ৮০০ জন বাড়ি পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করে প্রশাসন। সেই মতো শুধুমাত্র ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র (Sorasori Mukhyomantri)) মাধ্যমে আবেদন করেই ডিসেম্বরের মাঝামাঝি তাঁরাও অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version